Advertisement
Advertisement

আংশিকভাবে খুলল বেঙ্গল সাফারি পার্ক, এখনও হদিশ নেই চিতাবাঘের

দেখুন ভিডিও।

Bengal Safari Park partially open
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 2, 2019 10:00 am
  • Updated:January 2, 2019 11:25 am

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: কোথায় গেল শচীন? বুধবার দিনের আলো ফুটতেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে চিতাবাঘের তল্লাশিতে নেমেছে বনদপ্তর৷২টি কুনকি হাতির পিঠে চেপে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা৷ডুয়ার্স থেকে আরও দুটি কুনকি হাতি আনা হচ্ছে বলে জানা গিয়েছে৷গাড়িতে করেও সাফারি পার্কে তল্লাশি চালাচ্ছেন কর্মীরা৷এদিকে বুধবার থেকে পর্যটকদের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক৷

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের চিতাবাঘ শচীন৷ মঙ্গলবার ভোরে এনক্নোজার থেকে পালিয়ে যায় সে৷ সকালে পার্কে নজরদারি চালানোর সময়ে ঘটনাটি নজরে আসে মনিটরিং টিমের৷ বছর শুরুতেই আতঙ্ক ছড়ায় শিলিগুড়ি শহরে৷ সাফারি পার্ক বন্ধ রেখে চিতাবাঘের সন্ধানে তল্লাশিতে নামে বনদপ্তর৷বর্ষবরণের দিন বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ৷ কিন্তু, ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও বাঘের সন্ধান মেলেনি৷ প্রথমে সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছিল, এনক্লোজার থেকে পালালেও চিতাবাঘটি পার্কের বাইরে বেরোতে পারেনি৷ কিন্তু দিনভর তল্লাশি চালিয়েও বাঘের সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে বনদপ্তরের৷ এমনকী, চিতাবাঘটি লোকালয়েও ঢুকে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। তল্লাশি চলছে সাফারি পার্কের  আশপাশের এলাকায়ও৷ পাতা হয়েছে ১০টি খাঁচাও।

Advertisement

[ তিস্তা বাঁচাতে বনভোজনের স্থানবদল, পাখির টানেই ভিড় পর্যটকদের]

Advertisement

এদিকে চিতাবাঘের সন্ধান না মিললেও, বুধবার থেকে পর্যটকদের জন্য আংশিকভাবে সাফারি পার্ক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, যাঁরা আগে থেকে বুকিং করেছিলেন, শুধুমাত্র তাঁরাই পার্কে ঢুকতে পারবেন৷ তবে পায়ে হেঁটে বা হাতির পিঠে চেপে সাফারি আপাতত বন্ধ৷ গাড়িতে চেপে সাফারি পার্ক ঘুরতে পারবেন পর্যটকরা।  

দেখুন ভিডিও:

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ