Advertisement
Advertisement

Breaking News

শশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই তরুণ

পলাতক ওই চাষির খোঁজ করছে পুলিশ৷

Bengal youths electrocuted while trespassing field with electric fence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 10:02 am
  • Updated:December 28, 2019 2:18 pm

স্টাফ রিপোর্টার: চোরের উপদ্রব ঠেকাতে মরণ ফাঁদ! আর তাতেই প্রাণ গেল দুই তরুণের৷ চাষির অলক্ষ্যে সামান্য দু’চার টাকার শশা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল তাঁদের৷

ঘটনার জেরে চরম উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে৷ চক কাশীপুর গ্রামে দুই বিঘা জমি রয়েছে স্থানীয় চাষি মুস্তাকিন মল্লিকের৷ দু’বিঘা জমিতে শশা চাষ করেছিলেন মুস্তাকিন৷ ফুল ছেড়ে শশা গজিয়ে উঠতেই মোক্ষম পরিকল্পনা করেন মুস্তাকিন৷ কেউ যাতে জমির ধারে কাছে ঘেঁষতে না পারে সেজন্য গোটা জমিটি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে দেয় সে৷ দিনের বেলা সেই তারে বিদ্যুত্‍ সংযোগ না থাকলেও রাতে ওই তারে থাকত হাই ভোল্টেজ বিদ্যুত্‍৷ চোর জমির ধারেকাছে ঘেঁষলেই উচিত শিক্ষা পাবে৷ রাত জেগে পাহারাও দিতে হবে না৷ শুক্রবার রাতে তেমনটাই হল৷ মুস্তাকিনের এই বন্দোবস্তর জেরে প্রাণে মারা পড়ল দুই যুবক৷ মুস্তাকিনের জমির কাছাকাছি আড্ডা মারছিলেন চার তরুণ৷ আড্ডা চলাকালীন হঠাৎই টাটকা কচি শশা খাওয়ার পরিকল্পনা করে তারা৷ ঠিক হয় মহম্মদ মোজাম্মেল শেখ(২১) ও রাজীব আলি(১৯) শশা ছিঁড়ে নিয়ে আসবে৷ বাকি দু’জন নজর রাখবে৷ ওই চার যুবকের কেউই জানতেন না জমির চারধার বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছে জমির মালিক মুস্তাকিন৷

Advertisement

[চুরি করতে এসে পেটে মোচড়, আয়েশে কাজ সেরে চম্পট চোরের]

জমির ধারে গিয়ে শক্ত করে তার ধরে জমির মধ্যে প্রথমে ঢুকতে যায় মোজাম্মেল শেখ৷ তারে হাত দিতেই কার্যত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের বেড়ায় জড়িয়ে যায় সে৷ সঙ্গে সঙ্গেতাকে বাঁচাতে এগিয়ে যায় রাজীব আলি৷ তখনও রাজীব জানে না তারে বিদ্যুত্‍ সংযোগ করানো রয়েছে৷ মোজাম্মেলকে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজীবও৷ বন্ধুরা দীর্ঘক্ষণ ফিরে আসছে না দেখে এবার বাকি দুই বন্ধু এসে দেখে মারাত্মক কাণ্ড ঘটে গিয়েছে৷ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে রয়েছে দুই বন্ধু৷ এরপরই স্থানীয় লোকজনদের খবর দেওয়া হয়৷ স্থানীয়রা এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকরা৷ ঘটনার পরই উত্তেজনা চরমে পৌঁছয়৷ অভিযুক্ত কৃষক মুস্তাকিন মল্লিকের বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা৷ কিন্তু ততক্ষণে বাড়ি ছেড়ে পালিয়েছে সে৷ ক্ষোভে মুস্তাকিনের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা৷ নোদাখালি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতদের পরিবার৷ পলাতক ওই চাষির খোঁজ করছে পুলিশ৷ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে৷

Advertisement

[রাতে তিস্তার পাড়ে কীসের হুঙ্কারে ত্রস্ত জনজীবন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ