রাজা দাস, বালুরঘাট: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ফের উত্তেজনা। মালদহ-কোচবিহারের পর এবার দক্ষিণ দিনাজপুর। বিএসএফের তরফে কাঁটাতার দেওয়া নিয়ে আপত্তি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর বিওপি এলাকার ঘটনায় দিনভর উত্তেজনা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে জেলায় রয়েছে ২৫২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত। যার মধ্যে অন্তত ৩০ কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে বালুরঘাট ব্লকের শিবরামপুরে উন্মুক্ত সীমান্ত এলাকার ২০০ মিটার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। কিন্ত তাতে আপত্তি জানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর। বেড়া দেওয়া নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মতবিরোধে শুক্রবার দিনভর উত্তেজনা চলে। আর যা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যর রবিকান্ত বর্মন দাবি করেছেন, “বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের আমলের চুক্তি মানতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে ইউনুস সরকারের কড়া নির্দেশেই সীমান্ত ঘেরার কাজ বন্ধ করে বিজিবি বাহিনী। যার কারণে এই অবস্থা বলে দাবি।” জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, “পুরো বিষয়টি বিএসএফের। যা বলার তা বিএসএফ পক্ষ থেকেই জানানো হবে।” এনিয়ে কিছু বলতে চায়নি বিএসএফ।
প্রসঙ্গত,
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.