Advertisement
Advertisement

ক্লাস চলাকালীন ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত প্রধান শিক্ষক

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Birbhum: Headmaster allegedly molests a studeni in Class in Nalhati
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 29, 2018 7:21 pm
  • Updated:September 29, 2018 7:21 pm

নন্দন দত্ত, বীরভূম: ছাত্রীদের শ্লীলতাহানি করছেন খোদ প্রধান শিক্ষকই! এমনই অভিযোগ উঠেছে নলহাটির একটি স্কুলে। প্রতিবাদে রীতিমতো ভাঙচুর চলল স্কুলে৷ প্রধান শিক্ষককে অফিস ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা৷ বিক্ষোভে শামিল অভিভাবকরাও৷ রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের নলহাটির বানিওড় একে হাইস্কুল৷ অভিযুক্ত প্রধানশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্কুলের অন্য শিক্ষিকারাও৷

[ ছাত্রীদের বাথরুমে নেই জল, কলেজে আগুন লাগিয়ে বিক্ষোভ পড়ুয়াদের]

Advertisement

বীরভুমের নলহাটির বানিওড় গ্রামে এ কে হাইস্কুল৷ মেয়েদের এই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণির পর্যন্ত পঠনপাঠন চলে৷ ছাত্রী সংখ্যাও নেহাত কম৷ খাতায় কলমে কোনও নিয়ম নেই বটে৷ তবে সাধারণত মেয়েদের স্কুলে প্রধানশিক্ষক হন মহিলারাই৷ কিন্তু মেয়েদের স্কুল হলেও, নলহাটির বানিওড় এ কে হাইস্কুলের প্রধানশিক্ষক আশিস কুমার মণ্ডল৷ তিনি জীববিজ্ঞানের শিক্ষক৷ নিয়মিত ক্লাসও নেন৷ ছাত্রীদের অভিযোগ, প্রধানশিক্ষক যখনই ক্লাস আসেন, তখনই নানা অছিলায় ছাত্রীদের গায়ে হাতে দেন৷ দিন কয়েক আগে ক্লাস চলাকালীন সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ ছাত্রীদের৷ অন্য ছাত্রীরা মুখ বুজে প্রধান শিক্ষকের অশালীন আচরণ সহ্য করলেও, ওই ছাত্রী করেনি৷ বরং বা়ড়িতে গোটা ঘটনা জানিয়ে দেয় সে৷ শনিবার সকালে নলহাটির বানওড় একে হাইস্কুলে প্রধান শিক্ষককে অফিসে ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা৷ বিক্ষোভে যোগ দেন অভিভাবকরাও৷ তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে৷ শেষপর্যন্ত যখন  প্রধান শিক্ষককে উদ্ধার করতে যায় পুলিশ, তখন স্কুলে ভাঙচুর শুরু করেন বিক্ষোভকারীরা৷ অফিস ঘরের দরজা-জানলাই শুধু নয়, ইঁট মেরে স্কুলের কম্পিউটার ও আসবাবপত্র ভেঙে দেওয়া হয়৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নলহাটির একে হাইস্কুলে যান রামপুরহাটের এসডিপিও অভিষেক রায়৷ পড়ুয়া-অভিভাবক ও প্রধান শিক্ষকের সঙ্গে আলাদা করে বৈঠকে বসে পুলিশ৷ শেষপর্যন্ত প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়৷ এরপরই পরিস্থিতি শান্ত হয়৷ 

Advertisement

প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নলহাটির বানিওড় একে হাইস্কুলের শিক্ষিকারাও৷ তাঁদেরও অভিযোগ, জীবনবিজ্ঞানের ক্লাসে জনন আর হরমোন ছাড়া আর কিছুই পড়ান না আশিস কুমার মণ্ডল৷ নানা অছিলা ছাত্রীদের গায়ে হাতও দেন৷ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সম্পাদক অশোক রায়৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নলহাটির বানিওড় একে হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডল৷

ছবি: বাসুদেব ঘোষ

[ চাঁদার নামে তোলাবাজি, ট্রাকচালককে মারধরের প্রতিবাদে শিল্পতালুকে পথ অবরোধ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ