Advertisement
Advertisement

Breaking News

BJP

আরও কমছে BJP’র সংখ্যালঘু জনসমর্থন! এবার দল ছাড়লেন বনগাঁর সংখ্যালঘু মোর্চার সভাপতি

যোগ দিতে পারেন অন্য দলে, বাড়ছে জল্পনা।

BJP Bangaon Minority Cell President resigns | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 8, 2021 9:43 am
  • Updated:August 8, 2021 9:48 am

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিধানসভা ভোটের আগেই বনগাঁকে (Bangaon) সাংগাঠনিক জেলার পুনর্বিন্যাস করেছিল বিজেপি (BJP)। ভোট মেটার পর থেকেই সেই বনগাঁয় শুরু হয়েছে ‘গোষ্ঠীকোন্দল’। সেই অন্তর্কলহে জেরবার গেরুয়া শিবির। এর মাঝেই বনগাঁ সাংগাঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি (Bangao Minority Cell President )পদ থেকে ইস্তফা দিলেন খালেক বিশ্বাস। শনিবার রাতেই দলের জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। ছাড়ছেন দলও।

দলের কাজে ক্ষুব্ধ খালেক অন্য দলে যোগের সম্ভাবনা উড়িয়ে দেননি। যার জেরে বনগাঁ বিজেপিতে বড়সড় ভাঙনের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহল বলছে, খুব শীঘ্রই দলবদলের ঢল নামতে পারে বনগাঁয়। মুকুল রায়ের ফুলবদলের পর থেকেই অবশ্য সেই রাজ্যজুড়ে বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে।

Advertisement

[আরও পড়ুন: Weather Update: লাগাতার বৃষ্টিতে সকালেই ঘনাল সন্ধে, বুধবার থেকে রাজ্যে ফের দুর্যোগের আশঙ্কা]

২০১৯ তৃণমূল কংগ্রেসের ছেরে বিজেপিতে যোগ দিয়েছিলেন খালেক। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি করে দল। সাম্প্রতিক বিজেপির কাজে ‘ক্ষুব্ধ’ হয়ে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। শুধু পদ নয়, তিনি বিজেপিও ছাড়ছেন বলে জানিয়েছেন। তবে কি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন খালেক? এই প্রশ্নের জবাবে বিক্ষুব্ধ বিজেপি নেতা বলেন, “আমরা রাজনীতির লোক। রাজনীতি হয়তো করব। অন্য কোনও দলে সম্মানীয় জায়গা পেলে ভেবে দেখব। তবে এখনও কিছু ভাবিনি।”

Advertisement

বনগাঁ সংখ্যালঘু মোর্চার বিজেপির সভাপতি ইস্তফা প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কোর্ডিনেটর গোপাল শেঠ জানিয়েছেন, “এটা নতুন কিছু নয়। সারা রাজ্যজুড়ে বিজেপিতে আর কেউ থাকতে চাইছে না। কিছু লোক নিজেদের স্বার্থে বিজেপিতে গিয়েছিল। বিজেপি আর এ রাজ্যে ক্ষমতায় আসবে না বুঝে তাঁরা দলে থাকতে চাইছে না। বিজেপিতে আর কেউ থাকবে না।”

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে TMC সাংসদ Dibyendu Adhikari, গাড়িতে ধাক্কা দিয়ে পলাতক লরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ