Advertisement
Advertisement

ঐক্যের নামে দেশ ভাঙছে বিজেপি, কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বিজেপির সরকারটাই ভাগাভাগির, তীব্র কটাক্ষ মমতার৷

BJP dividing country in the name of unity: Mamata
Published by: Kumaresh Halder
  • Posted:October 31, 2018 5:55 pm
  • Updated:June 21, 2022 7:59 pm

অরূপ বসাক, মালবাজার: লোকসভার নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই মোদি বিরোধী সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, বুধবার জলপাইগুড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এনআরসি থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[রাস্তার পাশে টেবিল পেতে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল!]

বুধবার সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘‘বিজেপি দেশটাকে শেষ করে দিচ্ছে৷ দেশ এভাবে চলতে পারে না৷ গত চার বছরে বিজেপি একটিও উন্নয়নমূলক কাজ করতে পারেনি৷ কোটি কোটি টাকা খরচে বড়বড়  বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি সরকার৷ কিন্তু, কাজের কাজ কিছুই হচ্ছে না৷’’ এদিন নাম না করে ২,৯৮৯ কোটি টাকা খরচে নর্মদার তীরে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির উন্মোচন প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[উদ্বোধন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, বন্ধ হয়ে গেল বাঁকুড়ার চণ্ডীদাস চিত্রমন্দির]

Advertisement

বলেন, ‘‘সর্দার বল্লভভাই প্যাটেলের কোনও দিন দেশভাগ হোক চাননি৷ বরং দেশ গড়তে সাহায্য করেছিলেন৷ কিন্তু, বিজেপি স্ট্যাচু অফ ইউনিটির জন্য মুখে বড়বড় প্রচার করলেও আদতে দেশ ভাঙতে চাইছে৷ কারণ, বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী৷ গুজরাটে বিহারি খেদাও চলছে, অসমে বাঙালি খেদাও চলছে৷ বাংলায় এসব হয় না৷ বাংলার মানুষ অনেক শান্তিতে আছেন৷’’

[সার্ভিস সেন্টারের আড়ালে রান্নার গ্যাসের অবৈধ কারবারের পর্দাফাঁস]

এনআরসি ইস্যুতে এদিন বলেন, ‘‘বিজেপি বলছে বাঙালি হটাও৷ বাংলায় এসব হয় না৷ এখানে সবাই মিলেমিশে থাকি৷ বিদেশি বিতাড়নের নামে ৪০ লক্ষ বাঙালির ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে ওরা৷ আমি বলছি, ওরা চাইলে বাংলায় আসতে পারবেন৷ যতটুকু পারব, ওদের সহযোগিতা করব৷’’ জাতপাতের রাজনীতি প্রসঙ্গে মমতার কটাক্ষ, ‘‘এই মুহূর্তে দেশে হিন্দু-মুসলমানে ভাগাভাগি, তফসিলি জাতি আর উপজাতিতে ভাগাভাগি, হিন্দু-হিন্দুতে ভাগাভাগি চলছে৷ ওদের সরকারটাই ভাগাভাগির৷ কিন্তু, বাংলার সরকার এই ধরনের বিভাজনের বিরুদ্ধে৷’’

[ওয়েবসাইটে এখনও প্রাক্তন পুরপ্রধানের উজ্জ্বল উপস্থিতি! বিতর্কে বর্ধমান পুরসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ