Advertisement
Advertisement

ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর অভিযোগে ধৃত বিজেপি নেতা

ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব।

BJP leader geld for online hate mongering in Purulia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2018 6:08 pm
  • Updated:July 6, 2018 6:08 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো অভিযোগে গ্রেপ্তার করা হল পুরুলিয়ার বিজেপি জেলা সম্পাদক রবিন সিং দেওকে। শুক্রবার তাকে দলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ। এদিন তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে ধৃত বিজেপি নেতাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠান বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের সবলা প্রকল্পের (আইসিডিএস) কিশোরীদের মধ্যে বিতরণ করা পুষ্টিজাত খাবারের প্যাকেটে পশুর মাংস মেশানোর অভিযোগ তুলে স্থানীয় জয়পুর ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি এই নেতা। এর পরেই বিডিওর অভিযোগের ভিত্তিতে জয়পুর থানা একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে রবিন সিংয়ের বিরুদ্ধে। শুক্রবার ওই নেতার গ্রেপ্তারির ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব।

[জন্মদিনে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা অরূপের, রাজনৈতিক মহলে তুঙ্গে বিতর্ক]

 

Advertisement

Advertisement

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, জেলায় দলের উত্থানে ভয় পেয়েছে শাসকদল। তাই মিথ্যে মামলা সাজিয়ে দলীয় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। পালটা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, সোশ্যাল সাইটে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর মতো গুরুতর অপরাধে যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তাই করেছে সরকার। উল্লেখ্য, রাম নবমীর সময় জয়পুর থানার সামনে অস্ত্র হাতে মিছিল করতে দেখা গিয়েছিল রবিনকে। তখন থানায় মামলা রুজু হয় তার বিরুদ্ধে। গত পঞ্চায়েত নির্বাচনে জয়পুর ব্লকে তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিয়েছে বিজেপি। তার নেপথ্যে রবিনের অবদান রয়েছে। তাই বিজেপির অভিযোগ, গেরুয়া শিবিরের শক্তিক্ষয় করতেই ধরে ধরে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

[ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুশি! বিপ্লব দেবের মন্তব্যে ফের বিতর্কের ঝড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ