শংকরকুমার রায়, রায়গঞ্জ: মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে পাশবালিশ নিয়ে অভিনব প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ অবস্থানে সরব হল বিজেপি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের এমজি রোড এলাকার রাস্তায় রীতিমতো সাদা রঙের পাশবালিশ নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে শামিল হলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
লকডাউন শিথিল হতেই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে। সেইসঙ্গে লোকজনে সরগরম। এই অবস্থায় এদিন দুপুরে শহরের ব্যস্ত রাস্তার মাঝে রীতিমতো পাশবালিশে হেলান নিয়ে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভুমিকার বিরোধিতা করে প্রতিবাদে শামিল বিজেপির জেলা নেতৃত্ব। বস্তুত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত করোনা সংক্রমণ ব্যক্তির সংখ্যা ১৯৯ জন। অধিকাংশই ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিক সংক্রমিত হচ্ছেন।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত দশ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ]
এদিন রাস্তায় পাশবালিশে হেলান দিয়ে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “রাজের নানা প্রান্ত-সহ জেলায় প্রতিদিন করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা লাফিয়ে বাড়ছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের প্রচারে ব্যস্ত। অথচ করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর নন। পরিযায়ী শ্রমিকদের মধ্যে আক্রান্ত বেড়েই চলেছে। কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে পরিযায়ী শ্রমিক থাকার অযোগ্য। আক্তান্তের চিকিৎসা ঠিক মতো করা হচ্ছে না। তাই রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে বাধ্য হয়েছি।”