Advertisement
Advertisement
Goghat

গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু! হাত বাঁধা দেহ উদ্ধার বারান্দায়

রাজনৈতিক কারণে খুন দাবি বিজেপির।

BJP leader's body found at home in Goghat
Published by: Subhankar Patra
  • Posted:June 21, 2025 9:57 am
  • Updated:June 21, 2025 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু! শনিবার সকালে বাড়ির বারান্দায় হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের অভিযোগ রাজনৈতিক কারণে তাঁকে খুন করা হয়েছে। বিজেপি নেতৃত্ব অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে। তৃণমূলও মৃতের পরিবারের পাশে। তাঁদের দাবি প্রশাসন দ্রুত তদন্ত করে ঘটনার কিনারা করুক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ বাকিবুল্লা। তিনি গোঘাটে বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন। শনিবার সকালে বাড়ির লোক দোতলার বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পারেন। আত্মহত্যা নাকি, খুন তা নিয়ে ধোঁয়াশা। তবে পরিবারের পাশাপাশি বিজেপির দাবি, তাঁকে রাজনৈতিক কারণে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে ঘরের মধ্যে দুষ্কৃতী ঢুকে থাকলে কেউ বুঝতে পারলেন না কেন? কখন তিনি বারন্দায় গেলেন? মৃতের স্ত্রী জানিয়েছেন, “খাওয়া-দাওয়ার পর ও ফোন দেখছিল। আমি ঘোমাতে বললে ও ঘোমায়নি। কখন বারান্দায় গিয়েছে কিছুই বুঝতে পারিনি।”‘

আজ সকালে খবর পেয়ে দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে প্রতিবাদ জানাতে থাকেন স্থানীয়রা। পরে বিজেপির স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বিজেপি নেতা বলেন, “বাকিবুল্লা দলের কাজে খুব সক্রিয় ছিল। যারা এই কাজ করছে তারা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। প্রতিবাদ জানানো হবে। আমরা থানায় ডেপুটেশন দেব। যেভাবে ওকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ না করলে এখানে থাকা যাবে না।” বিজেপির পাশাপাশি তৃণমূলও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা বলেন, “এই ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বার করুক পুলিশ। গোঘাটের সব পরিবারকে তৃণমূল পরিবার বলে মনে করি আমরা। আমরা ওই পরিবারের পাশে আছি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement