Advertisement
Advertisement

Breaking News

panchayat polls

মতুয়া গড়ে থাবা তৃণমূলের, লোকসভায় কি প্রভাব পড়বে? অঙ্ক কষছে বিজেপি

পঞ্চায়েতে সুষ্ঠু ভোট হয়নি, কর্মীদের বোঝাচ্ছে বিজেপি।

BJP loses matua fort in Bengal panchayat polls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 12, 2023 9:19 pm
  • Updated:July 12, 2023 9:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতুয়া ভোট ব্যাংকেও এবার চিড়। উত্তরবঙ্গ, জঙ্গলমহলের মতোই মতুয়াগড়ে হার ভালমতো বিঁধছে বিজেপিকে (BJP)। দলের অন্দরে প্রশ্ন ওঠা শুরু করেছে, লোকসভায় পঞ্চায়েতের ফলের প্রভাব পড়বে না তো?

মতুয়াদের ‘বড়মা’ বীণাপাণি দেবী যতদিন বেঁচেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর সখ্য ছিল সর্বজনবিদিত। তখন মতুয়া ভোটেও একচ্ছত্র আধিপত্য ছিল তৃণমূল কংগ্রেসের। তবে সেই ছবিটা বদলে যায় ২০১৯ লোকসভা নির্বাচনের আগে। নাগরিকত্বকে ইস্যু করে মতুয়াদের ধীরে ধীরে নিজেদের ঘরে টেনে নেয় গেরুয়া শিবির। ২০১৯ লোকসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত বনগাঁ এবং রানাঘাট দুটি লোকসভা কেন্দ্রেই জিতেছিল বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য প্রান্তে ভরাডুবি হলেও এই এলাকায় বেশ কয়েকজন বিজেপি বিধায়ক জিতে আসেন।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোট হিংসায় নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা মমতার]

কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দেখা যাচ্ছে মতুয়া গড় কার্যত পুরোপুরিই চলে গিয়েছে শাসকদলের দখলে। নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় কিছু কিছু পঞ্চায়েতে লড়াই দিলেও সমিতি এবং জেলা পরিষদে কার্যত একচ্ছত্র ঘাসফুল শিবির। নদিয়ার মতুয়া (Matua) অধ্যুষিত আসন প্রায় ৪৩০টি। এর মধ্যে তৃণমূল দখল করেছে দুশোটির বেশি। বিজেপির দখলেও গিয়েছে দেড়শোর বেশি আসন।আর উত্তর ২৪ পরগনায় ন্যূনতম প্রতিরোধও গড়া যায়নি। কার্যত তিনটি স্তরেই ধুয়েমুছে সাফ গেরুয়া শিবির।

Advertisement

[আরও পড়ুন: ভাঙড়ে গন্ডগোল ছড়াল কীভাবে? কেন্দ্রীয় বাহিনীকে বিঁধে প্রশ্ন মুখ্যমন্ত্রীর]

এখন প্রশ্ন হল, এই ফলাফলের প্রভাব কি লোকসভায় পড়তে পারে? তৃণমূল শিবির উল্লসিত। তবে বিজেপি প্রকাশ্যে বলছে, পঞ্চায়েতে ভোট হয়নি। তৃণমূলের সন্ত্রাস চলেছে। তাই এই ফল নিয়ে বেশি হতাশ হওয়ার কারণ নেই। বস্তুত শান্তনু ঠাকুর (Shantanu Thakur) এবং জগন্নাথ সরকার দু’জনেই প্রকাশ্যে লোকসভায় পঞ্চায়েতের প্রভাব পড়বে না বলেই দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত স্তরে যদি জনপ্রতিনিধি না থাকে, তাহলে লোকসভায় ভোটটা করাবে কে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ