Advertisement
Advertisement

Breaking News

Pawan Singh

দুবার এড়িয়েছিলেন তলব, তৃতীয়বার CID-র মুখোমুখি হতে রাজি অর্জুনপুত্র পবন

ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় একাধিকবার বিজেপি বিধায়ককে তলব করেছিল রাজ্য গোয়েন্দা দপ্তর।

BJP MLA of Bhatpara Pawan Singh will present CID department on January 13
Published by: Sucheta Sengupta
  • Posted:January 11, 2025 4:12 pm
  • Updated:January 11, 2025 4:19 pm  

অর্ণব দাস, বারাকপুর: এক, দুই, তিন। দুবার এড়িয়ে তৃতীয়বারের তলবে সাড়া দিতে রাজি অর্জুনপুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র তলব পেয়ে আগামী সপ্তাহে তদন্তকারীদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন তিনি। ১৩ জানুয়ারি, সোমবার ভবানীভবনে যাবেন পবন সিং। শনিবার সাংবাদিকদের তিনি জানালেন, ১০ তারিখের পর সিআইডি-র দপ্তরে যেতে পারবেন বলে জানিয়েছিলেন। সেইমতো ১৩ তারিখ তিনি তদন্তে সহযোগিতা করতে পৌঁছে যাবেন দপ্তরে।

ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি নিয়ে তদন্ত করছে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি। তাতেই একাধিকবার তলব করা হয়েছে পবন সিংকে। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন টেন্ডার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। অভিযোগ, টেন্ডার পাওয়া ওই সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন পবন সিং। সেই কারণে পবনকে তলব এবং জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এর আগে বুধবার এবং শুক্রবার সিআইডি-র সেসব নোটিস উপেক্ষা করেছিলেন অর্জুনপুত্র। তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন, ১০ তারিখ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। তারপর যেতে পারবেন। তাই পরপর দুবার হাজিরা এড়ানোর পর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। তা গ্রহণ করে বিজেপি বিধায়ক জানান, আগামী ১৩ই জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় সিআইডি দপ্তরে যাবেন।

Advertisement

যদিও এভাবে বারবার সিআইডি তলবকে মোটেই ভালোভাবে নেননি ভাটপাড়ার বিজেপি বিধায়ক। টেন্ডারে কোথাও কোনও দুর্নীতি হয়নি বলে দাবি করে তাঁর অভিযোগ, বিরোধী দলের জনপ্রতিনিধি হওয়ায় তাঁর উপর প্রতিহিংসাবশত এতবার তলব করা হল। এনিয়ে বারবার সরব হয়েছেন পবন। তবে তদন্তে সহযোগিতার জন্য হাজিরা দেবেন বলে জানালেন অর্জুনপুত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement