Advertisement
Advertisement

Breaking News

‘পাকিস্তানের মতো ভারতে ফতোয়া চলে না’, নুসরতের পাশে বিজেপি সাংসদ দেবশ্রী

একই ইস্যুতে নুসরতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রাচীও৷

BJP MP Debasree Chowdhury supports TMC's Nusrat on Fatwa issue
Published by: Tanujit Das
  • Posted:June 29, 2019 9:21 pm
  • Updated:June 29, 2019 9:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও প্রতিপক্ষের পাশে দাঁড়ালেন তাঁরা৷ সাধ্বী প্রাচীর পর ফতোয়া ইস্যুতে এবার নুসরত জাহানের পাশে দাঁড়ালেন এরাজ্যের এক মহিলা বিজেপি সাংসদ৷ বসিরহাটের তৃণমূল সাংসদকে সমর্থন করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ স্পষ্ট ভাষায় জানালেন, ‘‘এটা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ৷ এখানে কোনও ফতোয়া চলে না৷’’

[ আরও পড়ুন: জেলায় জেলায় বিক্ষোভ, এবার কাটমানি হুলে বিদ্ধ বিধানসভার ডেপুটি স্পিকার ]

Advertisement

ফতোয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী৷ তিনি জানান, ‘‘নিজের ধর্ম উল্লেখ করে, আত্মপরিচয় দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার৷ সেই বিষয়ে ফতোয়া জারি করা অন্যায়৷’’ কেবল রায়গঞ্জের সাংসদই নন, একই ইস্যুতে নুসরতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রাচীও৷ তিনি বলেন, ‘‘এটা ভাল বিষয়৷ নুসরতের মতো একজন মহিলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন৷ এটা তাঁর ভবিষ্যতকে নিরাপদ করবে৷ তিনি বুঝতে পেরেছেন যে, হিন্দু ধর্মে মহিলাদের সম্মান দেওয়া হয়৷’’

Advertisement

প্রসঙ্গত, সদ্য বিবাহ সেরে বেগুনিপাড় সাদা শাড়ি, হাতে চূড়া, সিঁথিতে সিঁদুর পরে চলতি সপ্তাহেই সপ্তদশ লোকসভায় শপথ নিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ৷ নাম বলেছেন, নুসরত জাহান রুহি জৈন৷ আর এ নিয়েই উগ্রবাদীরা নিশানা করেছে টলিউডের এই অভিনেত্রীকে৷ সংসদ ভবনে সকলের নজর কাড়লেও, মুসলিম মেয়ে হয়ে সিঁদুর পরার মতো হিন্দুরীতিকে একাত্ম করার অভিযোগে, নুসরতকে টার্গেট করে একদল মৌলবী৷ বসিরহাটের সাংসদের বিরুদ্ধে ফতোয়া জারি করে মুফতি আসাদ ওয়াসিম নামে এক মৌলবী৷ বলেন, ‘‘আমরা তদন্ত করে দেখেছি, নুসরত এক জৈনকে বিয়ে করেছেন৷ কিন্তু ইসলাম মতে, একজন মুসলিম মেয়ে শুধু মুসলিম ছেলেকেই বিয়ে করতে পারে৷ দ্বিতীয়ত, কে বলেছে নুসরত একজন অভিনেত্রী বলে ধর্ম মানবেন না? তাঁরা কী করছেন না করছেন, সে বিষয়ে তাঁদের অবশ্যই খেয়াল রাখা উচিত৷ ও তো সংসদে গিয়েছে মঙ্গলসূত্র, সিঁদুর পরে৷ আমরা ওকে নিয়ে চর্চা করতে চাই না৷ শুধু বলতে চাইছি যে শরিয়তি আইন এর বিপক্ষে৷’’ আরেক মৌলবী কারির কথায়, ‘‘এরা সব বেলাগাম৷ দেশে আগুন জ্বালাতে চাইছে৷ ওদের কোনও ধর্ম সম্পর্কে কোনও ধারণা নেই৷ ইসলাম শান্তি, সম্প্রীতির কথা বলে৷ কিন্তু এবার সেসবের কিচ্ছু জানে না৷’’

[ আরও পড়ুন: ছোটদের আবদারের জয়, স্কুলের কদমগাছ কাটার সিদ্ধান্ত থেকে পিছু হঠল প্রশাসন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ