রাজকুমার, আলিপুরদুয়ার: জাতীয় পতাকাকে হাত পাখা হিসেবে ব্যবহার। চার সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যার জেরে বিতর্কে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ তুলেছে তৃণমূল। নিউ আলিপুরদুয়ার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৯ মে নিউ আলিপুরদুয়ার স্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে দেশের জাতীয় পতাকাকে পাখা হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে সাংসদ জন বার্লাকে। সেই ছবি-সহ অভিযোগপত্র নিউ আলিপুরদুয়ার জিআরপি থানায় জমা দিয়েছেন তৃণমূল নেতারা।
[আরও পড়ুন: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক, ‘মতুয়াদের মন জয়ের চেষ্টা’, খোঁচা বিরোধীদের]
তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক ভাষ্কর মজুমদার বলেন, “জেলা সভাপতি বাইরে থাকায় তাঁর সই করা অভিযোগপত্র আমরা জিআরপি থানায় জমা দিয়েছি। আমাদের সাংসদ জাতীয় পতাকার সম্মান দিতে জানেন না। ঘটনার তদন্ত করে সাংসদকে ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি দিতে হবে।” এদিন সাংসদকে বারবার ফোন করা হয়। তিনি ফোন ধরেন নি। তবে বিজেপি বিষয়টিতে আমল দিতে নারাজ। আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, “তৃণমূলের হাতে কোনও ইস্যু নেই। তাই এসব মিথ্যা অভিযোগ তুলে হাওয়া গরম করতে চাইছে।”