রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত, লোকসভা নির্বাচনের আগে ফের জঙ্গলমহলে নজর বিজেপির (BJP)। আদিবাসী ভোটব্যাংক নিজেদের দিকে টানতে জঙ্গলমহলের ঘরে-ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। চলতি মাসের ১৭-২৪ জুন পর্যন্ত চলবে ‘জঙ্গলমহল জনসংযোগ’ কর্মসূচি। দায়িত্বে বিজেপির জাতীয় তফসিলি মোর্চার সভাপতি সমীর ওঁরাও এবং দলের কেন্দ্রীয় সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।
গত পঞ্চায়েতের পর থেকেই জঙ্গলমহলে নিজেদের ভিত শক্ত করছিল বিজেপি। ফলও মিলেছিল লোকসভা নির্বাচনে। জঙ্গলমহল অধ্যুষিত ৪ জেলা-পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের ৫টি লোকসভা আসনই পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু একুশের বিধানসভা ভোটের সময় থেকে সেই শক্তি ক্ষয় হতে শুরু করে। সেই ড্যামেজ কন্ট্রোলে এবার জনসংযোগ কর্মসূচি নিচ্ছে বিজেপি।
[আরও পড়ুন: ‘হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, আমেরিকা সফরে কেন্দ্রকে খোঁচা রাহুলের]
জানা গিয়েছে, কেন্দ্রে মোদি সরকারের নবম বর্ষপূর্তিতে ১৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত চলবে এই জনসংযোগ যাত্রা। ৪ জেলার এক হাজার পরিবারের সঙ্গে দেখা করবেন বিজেপি প্রতিনিধিরা। তাঁদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রকল্পের কথা পৌঁছে দেওয়া হবে তাদের কাছে। পাশাপাশি শোনা হবে তাঁদের অভাব-অভিযোগও। মধ্যাহ্ন ভোজ এবং মতামত বিনিময়ের মাধ্যমে হবে জনসংযোগ। এ প্রসঙ্গে অনুপম হাজরা জানিয়েছেন, “রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার চলছে। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্য নিজের নামে চালাচ্ছে। তাই আদিবাসীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এই জঙ্গলমহল যাত্রা”