Advertisement
Advertisement
Duttapukur Blast

দত্তপুকুরে ফের বিস্ফোরণ, বল ভেবে খেলতে গিয়ে জখম ৫ কিশোর

নমাজ পড়ার সময়েই গ্রামে বিস্ফোরণ ঘটে।

Blast at Duttapukur, atleast 4 teenagers seriously injured, villagers are panicked | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 6, 2023 4:22 pm
  • Updated:October 6, 2023 4:30 pm

অর্ণব দাস, বারাসত: ফের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Duttapukur)বিস্ফোরণ। এবার আহত হল ৫ কিশোর। তাদের সকলের শারীরিক অবস্থাই গুরুতর। স্থানীয় ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকলের চিকিৎসা চলছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কোটরা গ্রাম পঞ্চায়েতের মানিকতলা বাজার এলাকায় বিস্ফোরণ হয়। এদিন দুপুরে গ্রামবাসীরা স্থানীয় মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন। ছোটরা খেলা করছিল। একটি ডোবার ধারে বালতির ভিতর গোল মতো কিছু একটা দেখতে পায় কিশোরের দল। তা তুলে নিয়ে খেলা শুরু করে। আর সেসময়ই আচমকা বিস্ফোরণ (Blast) ঘটে। জখম হয় ৫ কিশোর।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের কথায়, ”আমরা নমাজ পড়তে গিয়েছিলাম। কিছু জানতাম না। বাচ্চারা খেলছিল, ওরাই বোমাটা নিয়ে খেলতে শুরু করে। আমরা বাড়িতে থাকলে আটকাতাম। কিন্তু আমরা নমাজ (Namaz) পড়ছিলাম। সেসময়ই একটা বিকট আওয়াজ শুনলাম। তারপর এসে দেখি, এখানে একটা বিস্ফোরণ হয়েছে। জখম হয়েছে ৫ জন। ওদের বয়স ৮ বছর, ১০ বছর, ১২ বছর – এরকম। কারা এখানে বোমা রেখে গেল, বুঝতে পারছি না। এই ডোবায় মাছ ধরে সবাই। তাই কে এই কাজ করল, জানি না।”

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টের রায় শুনেই জ্ঞান হারালেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, হতাশ টুম্পাও]

জখম ইফতিকারের দিদি সুহানা পারভিন জানাচ্ছেন, আমরা নমাজ পড়তে গিয়েছিলাম। আমার ভাইরা খেলছিল। ডোবার পাশে একটা বালতি থেকে গোল একটা জিনিস দেখে এখানে নিয়ে আসে। ওটা নিয়ে খেলছিল। একবার ওই জিনিসটা থেকে কী একটা ছাড়াতে গিয়ে ওটা ফেটে যায়। কারা এসব করল, জানি না। এখানে কখনও এরকম হয়নি আগে। যারা এসব করছে, তাদের শাস্তি চাই।”

Advertisement

[আরও পড়ুন: হাসপাতালে স্বাস্থ্যকর্মীর ভূমিকায় সিভিক ভলান্টিয়ার! ভিডিও ভাইরাল হতেই শোরগোল বালুরঘাটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ