সুবীর দাস, কল্যাণী: কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ধ্বংসস্তূপের তলায় আর কেউ আটকে রয়েছেন কি না, দেখা হচ্ছে। ঘটনায় আতঙ্ক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে চার মহিলার। আহত আরও এক মহিলা। তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে কারখানাটি। কালো ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে জায়গাটি। এখনও জ্বলছে কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও দমকল। ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। উপস্থিত রয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার-সহ একাধিক আধিকারিক।
তবে কী করে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। কারখানাটি বেআইনি কি না, তাও স্পষ্ট নয়। খাগড়াগড়, এগরা, দত্তপুকুর, ভূপতিনগর-সহ একাধিক জায়গায় বাজি বিস্ফোরণে প্রাণহানির পর সেই তালিকায় জুড়ল কল্যাণীর নাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.