BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার বেআইনি কার্বাইড বিস্ফোরণ, মালদহে অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত ২জনের

Published by: Sayani Sen |    Posted: May 23, 2023 8:21 am|    Updated: May 23, 2023 4:06 pm

Blast at storage in Maldah, two died । Sangbad Pratidin

বাবুল হক, মালদহ: বাজির পর এবার বেআইনি কার্বাইড বিস্ফোরণ। অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত ২ জনের। পাশের কয়েকটি দোকানেও ছড়ায় আগুন। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি পৌরবাজারে বাজির দোকানটি অবস্থিত। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। প্রত্যেকেই প্রথমে ভাবেন কোথাও বোমাবাজি হচ্ছে। পরে যদিও জানা যায় দোকানের সামনে বেআইনি কার্বাইড বিস্ফোরণ হয়। তা থেকে আগুন লেগে যায়। 

Maldah Blast

[আরও পড়ুন: জলের বোতলের আড়ালে সেগুন কাঠ পাচার! বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার গাছের গুঁড়ি]

পাশের আট-দশটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের আনার কাজ শুরু হয়। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন।

Maldah-Blast
আগুন নেভাতে গিয়ে অসুস্থ দমকল কর্মী।

এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে দু’জনের। জানা গিয়েছে, সম্ভবত তাঁরা পেশায় ভ্যানচালক। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩ জন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল ঘিরে রেখেছে ইংরেজবাজার থানার পুলিশ।  ঘটনাস্থল পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। আগুন নেভানোর পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই জানান তিনি।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, শ্যামনগরে তলিয়ে গেল ২ শিশু]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে