Advertisement
Advertisement
Bongaon

রাতে বেরিয়ে নিখোঁজ, জাতীয় সড়কের ধারে মিলল দুই বন্ধুর দেহ, চাঞ্চল্য বনগাঁয়

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Bodies of two friends found on side of national highway in Bongaon
Published by: Suhrid Das
  • Posted:June 21, 2025 2:55 pm
  • Updated:June 21, 2025 5:20 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গতকাল, শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই যুবক। আর তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে আজ, শনিবার সকালে রাস্তার ধারে উদ্ধার হয় তাঁদের মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। মৃত দুই যুবকের নাম মানিক সর্দার ও বাপ্পা ওরাং। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ‘খুন’ নাকি অন্য কিছু সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ওই দুই যুবকের বাড়ি বাগদার নাটাবেড়িয়া এলাকায়। দু’জনেই বন্ধু বলে পরিচিত এলাকায়। গতকাল রাতে দুই বন্ধু বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে খবর। গভীর রাত হয়ে গেলেও তাঁরা কেউ বাড়ি ফেরেননি। এদিকে পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। ফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাতেই পুলিশে খবর দেওয়া হয়। এদিন সকালে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকার বনগাঁ দত্তপুলিয়া সড়কের পাশে দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন সেখানে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।

কিন্তু কীভাবে মারা গেলেন ওই দুই যুবক? তাঁদের কি খুন করা হয়েছে? নাকি অন্য কিছু? বাগদা থানার পুলিশ অকুস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতদেহ দুটি যেখানে পড়েছিল, তার অদূরেই পাওয়া গিয়েছে একটি বাইক। সেই বাইক করেই কি দু’জনে বেরিয়েছিলেন? রাতে তাঁরা যাচ্ছিলেনই বা কোথায়? এটা নিছক দুর্ঘটনা? নাকি অন্য কিছু? একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই পরিবারে শোকের ছায়া। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement