প্রতীকী ছবি
অর্ণব দাস, বারাকপুর: চারদিন নিখোঁজ থাকার পর ভাগাড়ে উদ্ধার কিশোরের দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল টিটাগড়ে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে বিনোদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর দশের অভয় দাস। মা পুনম দাস পেশায় ফুচকা বিক্রিতা। তিনি বলেন, “আমি দোকানে যাব বলে তৈরি হচ্ছিলাম। তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছেলে খেলছিল। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ওকে শেষ দেখেছি। সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ারও কথা ছিল। তাই মেয়ে খোঁজ করে। না পেয়ে আমার কাছে এসে জানায় ভাইকে পাচ্ছে না। রাতেই থানায় অভিযোগ করি।” এরপরই এলাকার সিসিটিভি ফুটেজে দু’জন মহিলার সঙ্গে কিশোরকে দেখা যায় বলে জানায় পুলিশ। তবে ওই মহিলাদের মুখ অস্পষ্ট ছিল। ফলে তাদের শনাক্ত করা যায়নি। এদিকে অভয়ের খোঁজে তদন্ত চলতে থাকে।
এসবের মাঝে বুধবার সকালে রহড়া থানার অন্তর্গত টিটাগড় ভাগার থেকে উদ্ধার হয় কিশোরের রক্তাক্ত দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। ইতিমধ্যেই কিশোরের দেহ শনাক্ত করেছে পরিবার। জানা গিয়েছে, দেহটি নিখোঁজ অভয়ের। জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু কেন এই ঘটনা? নেপথ্যে পুরনো শত্রুতা নাকি অন্যকিছু? খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.