Advertisement
Advertisement

Breaking News

Arjun Singh

অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, ২ দোষীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৮ সেপ্টেম্বর।

Bomb attack at Arjun Singh's House: Court ordered 10 years imprisonment for two accused

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 16, 2025 10:40 pm
  • Updated:February 16, 2025 10:40 pm  

অর্ণব দাস, বারাকপুর: প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় দুই দোষীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ কলকাতার নগর দায়রা আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত আরও ছয়মাস সাজা হবে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ৮ সেপ্টেম্বর। ওইদিন বারাকপুরের তৎকালীন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের গেটে বোমাবাজির ঘটনা ঘটে। যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল। তদন্তে নেমে এক কিশোর-সহ আরিফ আখতার নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল জগদ্দল থানার পুলিশ। পরবর্তীতে এনআইএ তদন্তভার পেলে গ্রেপ্তার হয় রাহুল পাসি নামে আরেক যুবক। ওই বছরের ডিসেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পরে। প্রায় সাড়ে তিন বছর এই মামলা চলার পর শনিবার দোষীদের সাজা ঘোষণা করেন বিচারক। 

Advertisement

এআইএ তদন্তে সন্তোষ প্রকাশ করে রবিবার অর্জুন সিং বলেন, তৃণমূল কাউন্সিলরের ছেলের দলবল সাংসদ থাকাকালীন বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল। কয়েকমাস আগে সে আবার একই ঘটনা ঘটিয়েছে। এনিয়ে ফের এআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement