সৌরভ মাজি, বর্ধমান: পাশের বাড়ির যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কের ‘অপবাদ’ দিয়ে এক গৃহবধূকে গাছে বেঁধে ব্যাপক মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গত রবিবার কালনার নিভুজি মোড়ে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জখম গৃহবধূ বর্ধমান মেডিক্যালে ভর্তি রয়েছেন। যদিও ওই গৃহবধূর বাপের বাড়ির তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। জখম গৃহবধূর নাম শরিফা বিবি (২৩)। শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলে ওই গৃহবধূ দিন পাঁচেক আগে তাঁর মামার বাড়ি ফিরে আসেন। মামাবাড়িতে নিজে ফিরে এলেও তাঁর দুই মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা আসতে দেয়নি বলে অভিযোগ।
[অসুস্থদের বাড়ি ভাড়া দেওয়ার আড়ালে মধুচক্রর আসর, জালে ৭]
শরিফার অভিযোগ, “আমার মেয়েকে ওরা বাড়িতে আটকে রেখেছে। গত রবিবার বড় মেয়ে আমাকে দেখতে চেয়ে ফোন করেছিল। তারপর আমি মেয়েকে দেখতে শ্বশুরবাড়ি যাই। সেখানেই শ্বশুর, শাশুড়ি, দেওর, স্বামী মিলে আমাকে গাছে বেঁধে মারধর করে। মেয়েদের ঘরে আটকে রাখে।” শরিফা বিবির পরিবারসূত্রে জানা গিয়েছে, মারের চোটে অজ্ঞান অবস্থায় শরিফা বিবিকে স্থানীয় এক সিভিক ভল্যান্টিয়ার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই বধূর মামাবাড়ির লোকেরাও হাসপাতালে ছুটে যান। আপাতত ওই মহিলার অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে শরিফা বিবির মামার বাড়ির লোকেরা জামাই রেজাবুল শেখ-সহ শ্বশুর, শাশুড়ি, দেওরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।