Advertisement
Advertisement

Breaking News

তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পূণ্যার্থীদের বাস, জখম ২০

আহতদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক৷

Bus turns turtle in Bankura, 20 injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 9:48 am
  • Updated:July 25, 2018 9:48 am

টিটুন মল্লিক, বাঁকুড়া:  তারাপীঠ থেকে ফেরার পথে পূণ্যার্থীদের বাসের সঙ্গে ডাম্পারের ধাক্কা৷ দুর্ঘটনায় জখম অন্তত ২০জন পুণ্যার্থী৷ আহতদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ আজ, বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বেলিয়াতোড় থানার মাকড়ার জঙ্গল লাগোয়া এলাকায়৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ২০ জন পূণ্যার্থীকে নিয়ে ফিরছিল একটি যাত্রীবাহী বাস৷ বাঁকুড়া বেলিয়াতোড় থানার মাকড়ার জঙ্গল লাগোয়া এলাকায় বাসটি কিছু সময় বিশ্রামের জন্য দাঁড়ায়৷ হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে৷ ডাম্পারের ধাক্কায় বাস থেকে ছিটকে পড়েন যাত্রীরা৷ আহত হন বাসে থাকা যাত্রীরা৷ বাসটির পিছন দিকে বসে থাকা যাত্রীদের আঘাত সব থেকে বলে জানা গিয়েছে৷ আহতদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

[মোবাইলে গেমের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন গৃহশিক্ষকের]

এদিনের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ ঘাতক ডাম্পার ও দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করে পুলিশ৷ পরে বেলাতোড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে ন’জন আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, আহত পূণ্যার্থীরা সকলেই খড়গপুরের বাসিন্দা৷ আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা কাজ শুরু করেছে পুলিশ৷

Advertisement

কিন্তু, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেলাতোড় থানার পুলিশ৷ ডাম্পার চালক মদ্যপান করেছিলেন কি না, তাও খতিয়ে দেখার কাজ করছে৷ বাসের চালক বাসটি সঠিকভাবে রাস্তার পাশে পার্কিং করতে পেরেছিল কি না তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ