Advertisement
Advertisement
Nadia

ছাগল কিনতে গিয়ে মালকিনের সঙ্গে প্রেম! অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পোস্ট করে শ্রীঘরে ব্যবসায়ী

বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Businessman arrested in Nadia for posting intimate videos

ধৃতকে আদালতে তোলা হয় এদিন। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 13, 2025 8:13 pm
  • Updated:June 13, 2025 8:13 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: ছাগল কিনতে গিয়ে মালকিনের সঙ্গে পরিচয় ছাগল ব্যবসায়ীর। তারপর সেই পরিচয় আরও ঘনিষ্ঠ হয় বলে অভিযোগ। অভিযোগ, সেই সুযোগে দু’জনের অন্তরঙ্গ ভিডিও তুলে রেখেছিল ওই ব্যক্তি। পরে সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল ওই ব্যক্তিকে। ধৃতের নাম শহিদুল শেখ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকা ঘুরে ছাগল কেনে। তার বাড়ি চাপড়া থানার বাঙালঝি এলাকায়। বেশ কয়েক মাস আগে ওই মহিলার বাড়িতে ছাগল কিনতে গিয়েছিল শহিদুল। সেখান থেকেই দু’জনের পরিচয়। ধীরে ধীরে দু’জনের পরিচয় বাড়তে থাকে। ওই মহিলাকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মহিলার বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে ওই যুবক ঘনিষ্ঠ হতে থাকে বলে অভিযোগ। দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইলে তুলে রাখা হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলার সঙ্গে ছাগল ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। শহিদুলের সঙ্গে যোগাযোগ রাখতে চাননি ওই মহিলা। অভিযোগ, এরপরেই ওই মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সেই বিষয় পরে জানতে পারেন ওই মহিলা। চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ, শুক্রবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement