Advertisement
Advertisement
Chakdaha

চাকদহে লটারি বিক্রেতাকে এলোপাথাড়ি কোপ! দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Businessman attacked by miscreants in Chakdaha
Published by: Suhrid Das
  • Posted:June 13, 2025 2:18 pm
  • Updated:June 13, 2025 2:18 pm  

সুবীর দাস, কল্যাণী: দোকানে ঢুকে লটারি বিক্রেতাকে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন ভাইও। দু’জনেই হাসপাতালে ভর্তি। দাদার অবস্থা আশঙ্কাজনক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার চুয়াডাঙা বাজারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

জানা গিয়েছে, চুয়াডাঙা বাজারে লটারির দোকান রয়েছে বছর ৪০ বয়সের শংকর রায়ের। প্রতিদিনের মতো আজ, শুক্রবারও তিনি নির্দিষ্ট সময়ে দোকান খুলেছিলেন। কিছু সময় পরেই পাঁচ দুষ্কৃতী ওই দোকানে চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে শংকর রায়কে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। সেই ঘটনা দেখে দাদাকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন ভাই শিবু রায়। তিনিও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ।

ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দ্রুত শংকর ও শিবুকে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই ব্যবসায়ীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কিন্তু কী কারণে এই হামলা? পুরনো কোনও শত্রুতার জন্য কি এই ঘটনা? নাকি অন্য কিছু? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement