Advertisement
Advertisement

Breaking News

Chakdaha

চাকদহে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, জাতীয় সড়কে উদ্ধার রক্তাক্ত দেহ! নেপথ্যে গাড়িচালক?

ব্যবসায়ীকে খুন করে দেহ জাতীয় সড়কে ফেলে দেওয়া হয়েছে?

Businessman's mysterious death in Chakdaha

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 21, 2025 12:23 pm
  • Updated:May 21, 2025 12:27 pm  

সুবীর দাস, কল্যাণী: বুধবার চাকদহে ব্যবসায়ীর রহস্যমৃত্যু! জাতীয় সড়কে উদ্ধার রক্তাক্ত দেহ। প্রাথমিকভাবে দুর্ঘটনা তত্ত্ব সামনে এলেও পরিবার তা মানতে নারাজ। ওই ব্যক্তির মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

মৃত ব্যবসায়ীর নাম নাজির শেখ। তিনি চাকদহ থানা এলাকার বাসিন্দা। বুধবার সকালে বাড়ি থেকে ব্যবসার মালপত্র নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরন। সঙ্গে ছিলেন মোটর ভ্যানচালক। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বেরনোর কিছু সময় পর বাড়িতে ওই ভ্যানচালক ফোন করে জানান, মোটর ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নাজিরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শিমুরালি ১২ নম্বর জাতীয় সড়কে ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা নাজিরকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে। 

হাসপাতালে দেহ দেখার পর নাজিরের পরিবার দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ। তাঁদের প্রশ্ন, দুর্ঘটনা ঘটে থাকলে মোটরভ্যানটি কোথায়? সেটি পাওয়া যায়নি। এদিকে যে চালক বাড়িতে ব্যবসায়ীর মৃত্যুর খবর দিয়েছেন তিনি ঘটনার পর থেকে নিখোঁজ, তাঁর ফোনও সুইচ অফ। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে চালকেরও আহত হওয়ার কথা। তেমনটার কোনও খবর পাননি তাঁরা। তিনি এখন কোথায়? তাহলে কি ব্যবসায়ীকে খুন করে দেহ জাতীয় সড়কে ফেলে দেওয়া হয়েছে? উঠছে একাধিক প্রশ্ন । পুলিশে অভিযোগ জানিয়েছে নাজিরের পরিবার। চাকদহ থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement