Advertisement
Advertisement
ecl

কয়লা পাচার কাণ্ড: সাংকেতিক চিহ্নের মাধ্যমে চলত টাকা লেনদেন! দাবি সিবিআইয়ের আইনজীবীর

কয়লাপাচার কাণ্ডে ইসিএলের কর্মীদের জামিনের আবেদন খারিজ।

CBI court ordered 14 days judicial custody of 7 arrested ECL officers | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 18, 2022 8:58 pm
  • Updated:July 18, 2022 9:01 pm

শেখর চন্দ, আসানসোল: কয়লা উত্তোলক সংস্থা কোলফিল্ডস লিমিটেডের (ECL) প্রাক্তন ও বর্তমান জিএম-সহ নিরাপত্তারক্ষীদের জামিন খারিজ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। ইসিএলের প্রাক্তন ও বর্তমান কর্তাদের ১ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। অভিযুক্তদের আইনজীবীদের দাবি, ৫ দিন নিজেদের হেফাজতে রেখেও সিবিআই বিশেষ কোন তথ্য প্রমাণ দিতে পারেনি এদিন। কোল কর্তারা যে বেআইনি কয়লা কারবারের মদত দিয়েছিল তার প্রামান্য নথি পেশ করতে পারেনি।

তবে এদিন বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে সিবিআই আইনজীবীরা দাবি করেন, বেশ কিছু হাতে লেখা ভাউচার পাওয়া গিয়েছে। সেই ভাউচারে রয়েছে অনুপ মাজি (Anup Maji) ওরফে লালা কোথায়, কখন, কাকে, কত টাকা দিয়েছিল। ভাউচারে রয়েছে ইসিএল কর্তাদের নামে কোডিং ডিকোডিং তথ্য। রয়েছে সাংকেতিক চিহ্নও। মনে করা হচ্ছে, সেই সাংকেতিক চিহ্নের মাধ্যমেই টাকা লেনদেন হত। তাই বিচারকের কাছে অনুমতি চাওয়া হয়েছে যাতে জেল হেফাজত থাকাকালীন জিজ্ঞাসাবাদ করা যায় অভিযুক্তদের। বিচারক সিবিআই আইনজীবীর আবেদন মঞ্জুর করেছেন।

Advertisement

[আরও পড়ুন: চলন্ত ট্রেনের দরজা থেকে গুটখার পিক ফেলতে গিয়ে পোস্টে ধাক্কা, দিঘা যাওয়ার পথে মৃত্যু যুবকের]

প্রসঙ্গত, সিবিআই বুধবার রাতে এই কয়লা পাচার মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছিল। তাঁরা হলেন প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দোপাধ্যায়, তন্ময় দাস, বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মৈত্র ও মুকেশ কুমার। এছাড়া দুজন নিরাপত্তা রক্ষী হলেন দেবাশীষ মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহারা।

Advertisement

বৃহস্পতিবার তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলার পর বিচারক রাজেশ চক্রবর্তী জামিন নাকচ করে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। এরপর শুক্রবার পাণ্ডবেশ্বর এরিয়ার প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডাকা হয়েছিল এবং ওই দিনই গ্রেপ্তার করা হয়। এবং তাকে শনিবারে আদালতে তোলার পর ৩ দিনের সিবিআই হেফাজত মেলে।

[আরও পড়ুন: রাতারাতি বদলে গেল ভাগ্য, লটারিতে কোটি টাকা জিতলেন পূর্ব বর্ধমানের শ্রমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ