বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এই প্রথম আকাশপথে রওনা হল নদিয়ার নবদ্বীপের বিষ্ণুপ্রিয়াদেবী সেবিত শ্রী চৈতন্যদেব গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা৷ আজ, মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় পাদুকা জোড়া।
মঙ্গলবার সকালে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া সেবিত ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে দমদম বিমানবন্দর থেকে দুপুরের বিমানে বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় পাদুকা৷ বাংলাদেশের চট্টগ্রামের শ্রীশ্রীহরিভক্তি প্রচারনী সভার উদ্যোগে যামিনীমোহন সেন হলে চারদিন বিশেষ পুজোপাঠ, নামসংকীর্তনের মধ্যে দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তরা এই পাদুকা দর্শন করবেন৷ শুক্রবার দুপুরে ঢাকা থেকে বাংলাদেশের বিমানে গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা ফিরবে দমদম বিমানবন্দরে। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় মধ্যে দিয়ে সড়ক পথে পাদুকা পৌঁছবে নবদ্বীপে৷
নবদ্বীপের মহাপ্রভু পাড়ার ধামেস্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের সেবাইত সুদিন গোস্বামী জানান, মহাপ্রভুর পিতৃভূমি বাংলাদেশের সিলেটের দক্ষিণ ঢাকায়৷ তিনি পিতৃভূমিতে একবারই গিয়েছিলেন। তারপর আর কোনও সংযোগ ছিল না। তিনি বলেন, ‘‘বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে দুই বাংলার মধ্যে সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ বজায় রাখতে দু’দেশের এই প্রয়াস।’’ দেশের বাইরে এই প্রথম মহাপ্রভুর চরণ পাদুকা বাংলাদেশে এদিন নিয়ে যাওয়া হয়৷ চট্টগ্রামে যামিনী মোহন সেন হলে এই পাদুকা পূজিত হবে৷ সেখানেই ভক্তরা প্রভুর চরণ পাদুকা দর্শন করতে পারবেন বলে সুদিনবাবু জানান৷