Advertisement
Advertisement

Breaking News

হাওয়া বদলের মরশুমে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

প্রেম দিবসের উষ্ণতায় হিমেল পরশ?

Rain prospects in two days
Published by: Bishakha Pal
  • Posted:February 14, 2019 9:55 am
  • Updated:February 14, 2019 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে শীত। কিন্তু ঠান্ডার চাদরে এখনও ঢাকা কলকাতা শহর। দুপুরের দিকে গরম অনুভূত হলেও ভোরে রাস্তায় বেরোতে হলে এখনও ভরসা গরম জামাকাপড়। এর মধ্যেই আবার তৈরি হয়েছে বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এমনটাই জানা গিয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কারণেই এই বিপত্তির সূত্রপাত। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ভারতে ইতিমধ্যেই পশ্চিমি ঝঞ্ঝর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। মেঘলা আকাশের কারণে অন্ধকারে ঢেকেছে রাজধানী দিল্লি। সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে রাজধানী। এর প্রভাব আগামিকালই এসে পড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া পূর্ব মেদিনীপুর ও হুগলির বেশ কিছু এলাকায় বৃষ্টি হবে বলেও পূর্বাভাস। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

প্রেমে ফাঁসিয়ে পরপর চারবার বিয়ে, শ্রীঘরে গ্যারাজ মিস্ত্রি ]

Advertisement

বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা তেমন কমবে না। তবে রাতে গরম অনুভূত হবে। মেঘ কেটে গেলে ফের অল্প ঠান্ডা পড়ার সম্ভাবনা। তবে শীত আর ফিরবে না। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের আশপাশেই।

তবে আজ, ভ্যালেন্টাইনস ডে-র দিন হালকা ঠান্ডার আমেজ থাকবে শহরজুড়ে। পারদের ওঠানামার বিচারে এবারের ভ্যালেন্টাইনস গত পাঁচ বছরের তুলনায় সব থেকে ‘ঠান্ডা’। ১৪ ফেব্রুয়ারি ভালবাসার উষ্ণতা যতই বাড়ুক না কেন, আবহাওয়ায় কিন্তু থাকবে শীতলতার ছোঁয়া। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আপাতত উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃহস্পতিবার অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত হালকা শীতের আমেজ বজায় থাকবে।”

বেনজির কাণ্ড! মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রীকে অপহরণ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ