Advertisement
Advertisement

Breaking News

চন্দ্রিমাকে মন্ত্রিসভায় আনার ইঙ্গিত, বাম-বিজেপিকে কটাক্ষ মমতার

মন্ত্রিসভায় রদবদল করে চন্দ্রিমাকে মন্ত্রী করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

Chandrima Bhattacharya likely to secure ministerial birth after Contai Victory
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 12:44 pm
  • Updated:November 15, 2019 4:29 pm

সঞ্জীব সাহা, বহরমপুর: কাঁথি দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বিপুল ভোটে জয়ের পর ফের বাম-বিজেপি আঁতাতের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মন্ত্রিসভায় রদবদল করে চন্দ্রিমাকে মন্ত্রী করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বহরমপুরে প্রশাসনিক বৈঠক শেষ করার পর কাঁথিতে বিজেপির দ্বিতীয় স্থানে উত্থান প্রসঙ্গে মমতার কটাক্ষ, ‘বিজেপির কোলে সিপিএম দোলে’। বিজেপিকে গুরুত্ব দিতে নারাজ হলেও সাংবাদিক বৈঠক করে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাম কবে বাম হবে, আর বাম কবে রাম হবে, কী করে জানব। আমি আগেও বলেছি, সিপিএম-এর কোলে বিজেপি দোলে। ওরা কখনও এর ভোট ওকে ট্রান্সফার করে, কখনও ওর ভোট একে ট্রান্সফার করে। এটা সিপিএম করে, বিজেপি করে, কখনও কখনও কংগ্রেসও করে। এতে আমাদের কিছু যায় আসে না।” কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে দিনে সিপিএম রাতে বিজেপি। ঠিক একই ভঙ্গিতে এদিন বিজেপির সেকেন্ড পজিশন পাওয়া নিয়ে বলেন, ‘আপনাদের এই অঙ্কটাই ভুল। ভুল অঙ্ক করবেন না। কে সেকেন্ড হবে, কে থার্ড হবে তা দেখার দায়িত্ব আমার নয়। সেটা দেখার দায়িত্ব মানুষের। আমাকে মানুষ আরও বেশি সমর্থন করেছে, তাতে আমি খুশি। এই ফলের পরে মানুষের জন্য আরও নত হয়ে কাজ করতে হবে।’

‘মানুষের এত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তাঁরা ভালবাসে বলেই আমাদের জিতিয়েছেন। আমাদের উচিত আরও নরম মনোভাব নিয়ে কাজ করা। চন্দ্রিমা ভট্টাচার্যকে খুব শীঘ্রই নতুন কোন মন্ত্রিত্ব দেওয়া হবে। বহরমপুরে প্রশাসনিক বৈঠকে গিয়ে কাঁথি দক্ষিণে উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈশাখ মাসে মন্ত্রিসভায় রদবদল হবে। চন্দ্রিমার পাশাপাশি আরও দু’একজন নতুন মুখ ঠাই পেতে পারেন ওই মন্ত্রী সভায়। এদিনও তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের কাজের প্রশংসা করে বলেন, ‘ও আমার দলের খুব ভাল কাজ করত। পাশাপাশি আমাকেও অনেক সাহায্য করত। আমি ওকে খুব মিস করতাম আমার মন্ত্রিসভায়। তাই আমি চেয়েছিলাম ও যেন আবার মানুষের ভোটে জিতে ফিরে আসে। সেইমতো মানুষও আমাদের সাহায্য আশীর্বাদ করেছে। বৈশাখ মাস শুভ মাস, ওই মাসেই ওকে আমি মন্ত্রী করব।’ পাশাপাশি দ্বিতীয় স্থানে বিজেপির উত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাম বিজেপি ভোট এদিক ওদিক করে। তারা মিলিতভাবে আঁতাত বা চক্রান্ত করেও কিছু করতে পারেনি কারণ, মানুষ আমাদের সাথে আছে।’

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ