Advertisement
Advertisement

স্কুলে নবি দিবস পালনকে ঘিরে উত্তেজনা, হামলা বহিরাগতদের

থমথমে পরিস্থিতিতে মোতায়েন পুলিশ, ব়্যাফ৷

Chaos in school for Nabi day, police and RAF took charge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 5:49 pm
  • Updated:December 24, 2016 5:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে নবি দিবস পালনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার তেহট্ট উচ্চ বিদ্যালয়ে৷ অভিযোগ, স্কুলের মাঠে অনুষ্ঠান করার দাবি তুলে হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা৷ নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে গোটা স্কুল৷ মোতায়েন করা হয়েছে ব়্যাফ৷

ঘটনার সূত্রপাত হয় ১৩ ডিসেম্বর৷ স্কুলের মাঠে নবি দিবস পালনের অনুমতি চাওয়া হয় প্রধান শিক্ষক উৎপল ভৌমিকের কাছে৷ কিন্তু তিনি স্কুলের মাঠে কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে মানা করে দেন৷ অভিযোগ, এরপরও স্কুলের মাঠে পতাকা টাঙিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করে এক গোষ্ঠী৷ এর বিরুদ্ধে প্রতিবাদ করে আরেক গোষ্ঠী৷ উত্তপ্ত পরিবেশে স্কুল সাত দিনের জন্য বন্ধ রাখা হয়৷ পরে উলুবেড়িয়া মহকুমা শাসক আনশুল গুপ্তার উপস্থিতিতে প্রধান শিক্ষক উৎপল ভৌমিক ও ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকির মধ্যে বৈঠক হয়৷ ঠিক করা হয়, ১৫ মিনিটের জন্য স্কুলের মাঠে নবিদিবস পালন করা হবে৷ এই মর্মে গত বুধবার স্কুল খোলে৷ স্কুলে মাধ্যমিকের ফর্ম ফিলাপ চলছিল বলে তখনকার মত বিষয়টি স্থগিত রাখা হয়৷

Advertisement

শনিবার স্কুল খোলার পর ফের নবি দিবস পালনের অনুমতি চেয়ে প্রধানশিক্ষককে চিঠি দেওয়া হয়৷ এর জেরে স্কুলের বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পাল্টা চিঠি দেওয়া হয়৷ বিষয়টি পরিদর্শককে জানান উৎপলবাবু৷ সেখান থেকে নবিদিবস না পালন করার নির্দেশ আসে৷ এই কথা জানানো হতেই বহিরাগত দুষ্কৃতীরা স্কুলে হামলা চালায় বলে অভিযোগ৷ বিশাল পুলিশবাহিনী ঘিরে ফেলে গোটা স্কুলকে৷ নামানো হয় ব়্যাফ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement