Advertisement
Advertisement

Breaking News

খাগড়াগড় কাণ্ডে চার্জ গঠন এনআইএ’র

মামলার শুনানি শুরু ১৯ আগস্ট৷

Charges framed in 2014 Burdwan (West Bengal) blast case against 30 accused persons: NIA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2016 6:45 pm
  • Updated:September 21, 2019 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে চার্জ গঠন করল এনআইএ৷ অভিযুক্ত ৩০ জনের বিরুদ্ধে এই চার্জ গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷  প্রত্যেকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে নগর দায়রা আদালতে৷ এছাড়াও রাষ্ট্রদোহিতা ও বিস্ফোরক আইনের একাধিক অভিযোগেও মামলা রুজু করা হয়েছে৷ চার্জ গঠন করা হয়েছে পাসপোর্ট আইনেও৷

২০১৪ সালের ২ অক্টোবর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়ি৷ ঘটনায় দুই জনের মৃত্যু হয়৷ গুরুতর আহত হন আরও একজন৷ ঘটনার তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে শাকিল আহমেদ নামে এক ব্যাক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিল৷ ঘটনাস্থল থেকে বিস্ফোরক, সিমকার্ড প্রভৃতি উদ্ধার হয়৷

Advertisement

প্রাথমিক তদন্তের পর গোয়েন্দাদের ধারণা, খাগড়াগড়ে ওই বাড়িতে বড়সড় নাশকতার ছক চলছিল৷ যার নেপথ্যে ছিল বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জামাতুল মুজাহিদিনের হাত৷ ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে এনআইএ৷ বাকি ১০ জনকে চার্জশিটে পলাতক দেখানো হয়েছে৷ আগস্ট মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে মামলার শুনানি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ