Advertisement
Advertisement

খেয়ালি আবহাওয়া, বাড়ছে পক্সের দাপট

সঙ্গে বাড়ছে ভাইরাল জ্বরের সংক্রমণ৷

Chicken pox menace grips West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 8:31 am
  • Updated:February 17, 2017 8:31 am

স্টাফ রিপোর্টার: শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে৷ রাজ্যে পা রেখেছে ঋতুরাজ বসন্ত৷

সবেমাত্র শেষ হয়েছে প্রেম উদযাপন সপ্তাহ৷ বাতাসে এখনও প্রেমের সুবাস৷ তারই মাঝে ঘরে ঘরে দাপট দেখাতে শুরু করেছে বসন্ত রোগ৷ চিকেন পক্সে আক্রান্ত আট থেকে আশি৷

Advertisement

দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ এর ঘরে৷ আর রাতে তাপমাত্রা নেমে আসছে ১৮-র আশপাশে৷ দিন ও রাতের মধ্যে তাপমাত্রার ব্যবধান প্রায় ১২ ডিগ্রি হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ৷ বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে সূর্যের তেজ৷ পথে-ঘাটে, বাসে-ট্রামে, মেট্রোতে সর্বত্র ধুঁকছেন মানুষ৷ ঘরে বসেও শান্তি নেই৷ মাথার উপর পাখা ঘুরলেও অস্বস্তি কাটছে না৷ কিন্তু সূর্য ডুবলেই শিরশিরে হাওয়া বইছে৷ ভোরের দিকে গায়ে উঠছে হালকা চাদর৷ আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় ঘরে ঘরে বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ৷ বিশেষ করে বয়স্ক ও শিশুদের শারীরিক সমস্যা বেড়েছে অনেকটাই৷ ঠান্ডা-গরমে সর্দি, কাশি ভয়াবহ আকার নিয়েছে৷ আবহাওয়ার এই পরিবর্তনে শহর ও শহরতলিতে দেখা দিয়েছে ভাইরাল জ্বরের সঙ্গে ব্যাকটেরিয়াজনিত পেটের অসুখ৷ সতর্ক করেছেন চিকিৎসকরা৷ জানিয়েছেন, এই আবহাওয়ায় বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস সক্রিয় হয়ে ওঠে৷ তাই, গরম লাগলেও ভারী জামাকাপড় গায়ে দিয়েই ভোররাতে বাড়ি থেকে বেরোতে বলছেন তাঁরা৷ গরম পোশাক খোলা আর পরার ব্যবধানের জেরেই শরীরে ঘাঁটি গাড়ছে নানা ধরনের অসুখ৷ ভাইরাল জ্বরের পাশাপাশি সবথেকে বেশি যে সমস্যা দেখা দিচ্ছে তা হল ‘চেস্ট ইনফেকশন’৷ বুকে হঠাৎ করে সর্দি বসে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷

Advertisement

(ভাঙড়ে উসকানি দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূলের)

চিকিৎসাকরা জানিয়েছেন, ভাইরাল জ্বরের সঙ্গে থাকছে গা-হাত-পা ব্যথা, অস্বস্তিবোধ ইত্যাদি উপসর্গ৷ জ্বর থাকছে কমপক্ষে তিন থেকে আটদিন৷ হঠাৎ গরমে দেখা যাচ্ছে নানা ধরনের ত্বকের সমস্যাও৷ ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে হালকা সুতির পোশাক পরার পরামর্শ দিয়েছেন ডার্মাটোলজিস্টরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ