Advertisement
Advertisement
Manish Shukla murder

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে সিআইডি’র হাতে গ্রেপ্তার ২, জোরাল ব্যক্তিগত শত্রুতায় খুনের তত্ত্ব

এক মাস ধরে মণীশের গতিবিধির উপর নজর রেখেই খুনের ছক কষা হয়েছিল।

CID arrested 2 persons accussed to Manish Shukla murder case in Barrackpore| Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:October 6, 2020 8:53 am
  • Updated:October 6, 2020 8:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিটাগড় পুরসভার বিজেপি কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় তরুণ নেতা মণীশ শুক্লা খুনের (Manish Shukla murer) তদন্তে নেমেই সাফল্যের মুখ দেখল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি (CID)। মঙ্গলবার সকালেই বারাকপুর এলাকা থেকে খুনে জড়িত অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতের নাম মহম্মদ খুররম খান, গুলাব শেখ। রাডারে রাজু নামে আরও এক ব্যক্তি। সিআইডি সূত্রে খবর, এদের সঙ্গে মণীশের ব্যক্তিগত শত্রুতা ছিল এবং তার জেরেই এমন নৃশংসভাবে খুনের ছক কষা হয় বলে জানা গিয়েছে। এই দুজনকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের দ্রুত কিনারা করতে মরিয়া তদন্তকারীরা।

রবিবার ভর সন্ধেবেলা টিটাগড় থানার উলটোদিকে বিজেপি কার্যালয়ে ঢুকে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে মণীশ শুক্লার শরীর ঝাঁজরা করে দেয় চার বন্দুকবাজ। উন্নতমানের নাইন এমএম কার্বাইন থেকে গুলি চালানো হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপি নেতৃত্ব একযোগে তৃণমূল-পুলিশ যোগসাজশকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্তের দাবি তোলে। অন্যদিকে, মণীশ শুক্লা খুনের তদন্তের দায়িত্বভার পায় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি।

Advertisement

[আরও পড়ুন: দিনভর টানাপোড়েনের অবসান, পুলিশি নিরাপত্তায় শেষকৃত্য বিজেপি নেতা মণীশের]

সোমবার দিনভর মণীশ হত্যাকাণ্ড নিয়ে অশান্তি চরমে ওঠে বারাকপুর থেকে কলকাতা। বিটি রোড অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভের মতো একাধিক কর্মসূচিতে ঘটনার প্রতিবাদে নামে বিজেপি কর্মী, সমর্থকরা। সোমবারই মহঃ খুররম ও গুলাব শেখ নামে দু’জনকে আটক করেছিলেন সিআইডি তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের পর আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি সূত্রে খবর, ব্যক্তিগত শত্রুতার কারণ জোরাল হচ্ছে মণীশ হত্যাকাণ্ডে। কয়েক বছর আগে খুররমের বাবার খুনের ঘটনায় নাম উঠেছিল মণীশ শুক্লার। তারপর থেকেই তিনি টার্গেট। আগে ৩ বার তাদের প্রতিহিংসা থেকে বেঁচে গেলেও এবার আর রক্ষা পেলেন না। তদন্তকারীরা জানতে পেরেছেন, নিখুঁত পরিকল্পনা মণীশ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রীতিমত একমাস ধরে বিজেপি নেতার গতিবিধিতে নজর রেখেছিল শত্রুরা। সশস্ত্র নিরাপত্তারক্ষীরা ছুটিতে যেতেই চূড়ান্ত ছক কষা হয়। সেইমতো অপারেশন চলে রবিবার সন্ধেবেলা। প্রায় ১৫টি গুলি মণীশের শরীরে ফুঁড়ে বেরিয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ‘রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন’, বিজেপি নেতা খুনে তোপ বাবুলের]

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে খুররম ও গুলাব শেখকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। যে বাইক চড়ে দুষ্কৃতীরা এসেছিল, সেগুলোর খোঁজ চলছে। খোঁজ চলছে এই হত্যাকাণ্ডে জড়িত বাকিদের। তবে সিআইডি তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাজনৈতিক কারণ নয়, মণীশ শুক্লাকে খুন করা হয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ মেটাতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement