Advertisement
Advertisement

Breaking News

বিস্ফোরণ আটকাতে জেলায় হবে সিআইডির বম্ব স্কোয়াড

যে কোনও ধরনের বিস্ফোরক উদ্ধারের পর তা বিজ্ঞানসম্মতভাবে নিষ্ক্রিয় করার জন্য এবার জেলায় জেলায় বম্ব ডিসপোজাল স্কোয়াড তৈরি করতে চলেছে সিআইডি৷

CID's new bomb squad to stop blast
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 9:48 am
  • Updated:June 23, 2016 9:48 am

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: যে কোনও ধরনের বিস্ফোরক উদ্ধারের পর তা বিজ্ঞানসম্মতভাবে নিষ্ক্রিয় করার জন্য এবার জেলায় জেলায় বম্ব ডিসপোজাল স্কোয়াড তৈরি করতে চলেছে সিআইডি৷ গোয়েন্দাদের আশা, রাজ্যের প্রতিটি জেলাতে বম্ব স্কোয়াড তৈরি হলে যে কোনও ধরনের বিস্ফোরণ আটকানো সম্ভব হবে৷

এর জন্য অস্ট্রেলিয়া থেকে কেনা হবে অত্যাধুনিক বিস্ফোরক নিষ্ক্রিয় করার সরঞ্জাম৷ পাশাপাশি বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলে গোয়েন্দা কর্মীদের পরিবারকে এবার থেকে কুড়ি লক্ষ টাকা বিমা দেওয়া হবে৷ এখানেই শেষ নয়, সিআইডির নিজস্ব ডগ স্কোয়াডও তৈরি করবে ভবানীভবন৷ অর্থাৎ সিআইডির বম্ব স্কোয়াডকে এবার নতুন করে ঢেলে সাজাতে চলেছেন এই বিভাগের অতিরিক্ত ডিজি ডাঃ রাজেশ কুমার৷ এর জন্য বাজেটের অর্থ আরও বাড়াতে চেয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন সিআইডির গোয়েন্দা কর্তারা৷

Advertisement

উল্লেখ্য, গত আর্থিক বছরে সিআইডির বম্ব স্কোয়াডের বোমা নিষ্ক্রিয় করার জন্য বাজেট ছিল ৯ কোটি ৭০ লক্ষ টাকা৷ তবে অত্যাধুনিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাজেটের এই টাকা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম৷ তাই চলতি আর্থিক বছরের এই বাজেট দ্বিগুণ করার জন্য সিআইডির প্রস্তাব গিয়েছে নবান্নে৷ গত মে মাসে জেলায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয়েছিল সিআইডির দুই গোয়েন্দার৷ ভবানীভবন সূত্রে জানা গিয়েছে, বোমা নিষ্ক্রিয় করার যথাযথ সরঞ্জাম বা পরিকাঠামো ছিল না গোয়েন্দাদের হাতে৷ সেই কারণেই হয়েছিল মৃত্যু৷ তাই এবার তড়িঘড়ি বিদেশি সরঞ্জাম কিনে পরিকাঠামো তৈরির দিকে জোর দিয়েছেন সিআইডির কর্তারা৷

Advertisement

জেলার সিআইডি দফতরে কর্মীর অভাব রয়েছে৷ তাই লোক নিয়োগও করবে সিআইডি৷ ভবানীভবন সূত্রে জানা গিয়েছে, বম্ব স্কোয়াডের গোয়েন্দারা আগে মৃত্যুকালীন বিমা পেতেন দশ লক্ষ টাকা করে৷ এবার সেই অঙ্কটি দ্বিগুণ করে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে৷ এই বিভাগের সমস্ত গোয়েন্দাই বিস্ফোরক নিয়ন্ত্রণের জন্য এনএসজি বা সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত৷ সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দাদের বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ-সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ইতিমধ্যেই পাঠানো হয়েছে৷ পাশাপাশি এবার সিআইডির বম্ব স্কোয়াডে নিজস্ব ডগ স্কোয়াড তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এই বিষয়ে সিবিআই, এনএসজি এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াডের সঙ্গে আলোচনা করছেন সিআইডির গোয়েন্দা কর্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ