প্রতীকী ছবি
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভিড় রাস্তায় দিনের আলোয় আইনের রক্ষককেই আক্রমণ! বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার চড়িয়াল মোড়ে ঘটনাটি ঘটে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। কিন্তু কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।
এদিন সকালে বজবজ এলাকায় উত্তমচন্দ্র প্রামানিক নামে বছর ৩৬-এর এক সিভিক ভলান্টিয়ার ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেই সময় এক যুবক ব্যাগ নিয়ে উত্তমের কাছে আসে। হঠাৎই ব্যাগ থেকে করে ধারালো অস্ত্র বের করে উত্তমকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন উত্তম। সঙ্গে সঙ্গে এক প্রত্যক্ষদর্শী অটোতে করে তাঁকে প্রথমে বজবজ হাসপাতাল নিয়ে যায়। পরে বজবজ থানার সহযোগিতায় বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। আপাতত সেখানেই আশঙ্কাজনক অবস্থাতে চিকিৎসাধীন রয়েছে ওই সিভিক ভলান্টিয়ার। আহত সিভিক বজবজের চন্ডিপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ীর নাম বিনয় কয়াল। খড়িবেড়িয়ার বাসিন্দা। ইতিমধ্যে তাকে আটক করেছে বজবজ থানার পুলিশ। উদ্ধার হয়েছে ওই ধারালো অস্ত্রটিও। কিন্তু কী কারণে এই আক্রমণ তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.