Advertisement
Advertisement

Breaking News

বারাকপুরে প্রার্থী হওয়া নিয়ে দীনেশ-অর্জুন কোন্দল, বিবাদ মেটাতে আসরে মমতা

নবান্নে দুই নেতার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর৷

  Clash betwee Arjun Singh and Dinesh Trivedi, Mamata mediates
Published by: Tanujit Das
  • Posted:March 11, 2019 4:14 pm
  • Updated:March 11, 2019 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার পর্যন্ত যে ফাঁড়ার নাম ছিল সব্যসাচী দত্ত, সোমবার তা পরিণত হল অর্জুন সিং-এ! বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে চরমে দীনেশ-অর্জুন কোন্দল৷ সূত্রের খবর, লোকসভায় বারাকপুর থেকে প্রার্থী না করা হলে, তৃণমূল বিধায়ক অর্জুন সিং-এর বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে৷ পরিস্থিতি এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে, অবশেষ হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিবাদ মেটাতে নবান্নে অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি৷ নবান্ন সূত্রে খবর, বৈঠকে ইতিবাচক ফল হয়েছে৷ নেত্রীর সঙ্গে বৈঠকে মত বদলেছেন অর্জুন সিং৷ সেক্ষেত্রে অর্জুন সিং-কে মন্ত্রী করা হতে পারে৷

[বিস্ফোরক কিনে বোমা বাঁধার প্রস্তুতি, কবুল মহেশতলায় অগ্নিকাণ্ডে ধৃতদের]

Advertisement

জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের সেই ইচ্ছা প্রকাশও করেছিলেন তিনি৷ কিন্তু দল তাঁকে প্রার্থী করতে রাজি নয়৷ তৃণমূল নেতৃত্ব চাইছে ওই কেন্দ্র থেকে ফের প্রার্থী করা হোক বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই৷ আর দলের এই সিদ্ধান্তেই নাকি বেজায় চটে গিয়েছেন অর্জুন সিং৷ পরিস্থিতি এতাটই খারাপ যে, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলেও সূত্রের খবর৷ সেক্ষেত্রে শাসকদল তাঁকে প্রার্থী না করলে, গেরুয়া শিবিরের টিকিটে বারাকপুর কেন্দ্র থেকে লোকসভায় লড়তে পারেন অর্জুন সিং৷

Advertisement

[কৃষ্ণগঞ্জে কনেযাত্রীর বাসে দুঃসাহসিক ডাকাতি, গয়না ও টাকা লুট]

সূত্রের খবর, দলের অন্যতম সেনাপতি অর্জুনের এই ক্ষোভ মেটাতে ময়দানে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নবান্নে অর্জুন সিং ও দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন তিনি৷ দু’জনেক মুখোমুখি বসিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, দলনেত্রীর সঙ্গে কথা বলে নিজের মত পরিবর্তন করেছেন ভাটপাড়ার বিধায়ক৷ সেক্ষেত্রে আগামী দিনে গুরুত্বপূর্ণ কোনও দপ্তরের মন্ত্রী হতে পারেন অর্জুন৷ তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বারাকপুরের তৃণমূল কর্মীদের কথাতেই লোকসভায় লড়াইয়ের ইচ্ছাপ্রকাশ করেছেন ভাটপাড়ার বিধায়ক৷ কারণ, ওই লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে সেখান মানুষের একগুচ্ছ অভিযোগ রয়েছে৷ যার মধ্যে অন্যতম, প্রয়োজনে দীনেশ ত্রিবেদীকে না পাওয়া৷ এলাকার মানুষের অভিযোগ, সময়ে-অসময়ে সাংসদকে পাওয়া যায় না৷ কিন্তু অর্জুন সিং আপদে-বিপদে তাঁদের পাশে দাঁড়ান৷ তাই অর্জুন সিংকেই সাংসদ পদে দেখতে চান তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ