সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অনুপ্রবেশকারীদের গুলি করা হবে’, বক্সার জঙ্গলে এমনই নোটিস দিয়েছে বায়ুসেনা। আলিপুরদুয়ারের সভা থেকে তা নিয়েই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, এয়ারফোর্স কীভাবে এমন নোটিস দিতে পারে? বলেন, “আনহেলদি লাইন।” এদিন বক্সায় হোম স্টে, রিসর্ট, হোটেল নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়েও মুখ খুললেন তিনি। বললেন, “কে বাড়িতে হোম স্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনও আপত্তি থাকতে পারে না।”
‘অনুপ্রবেশকারীদের গুলি করা হবে’ বোর্ড নিয়ে এদিন এয়ারফোর্সকে রীতিমতো কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বনদপ্তর, ডিএম, এসপি কারও সঙ্গে কোনও আলোচনা না করে এয়ারফোর্স কীভাবে আমাদের জায়গায় এমন নোটিস দিতে পারে? তাছাড়া এই লাইনটা ভীষণ আনহেলদি। এরকম নোটিস দেওয়া যায় কি?” এরপরই বায়ুসেনাকে হুঁশিয়ারি দেন মমতা। বলেন, “যদি পরিকল্পনা করে কেউ একাজ করে থাকে তাহলে এমন ভাবার কারণ নেই যে আমরা ছেড়ে দেব।” এই ঘটনা বরদাস্ত করা হবে না বলে সাফ জানান তিনি।
বক্সায় হোম স্টে, রিসর্ট, হোটেল নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক হোটেল, হোম স্টে বন্ধের নোটিস দেওয়া হয়েছে। জল গড়িয়েছে আদালতে। যার জেরে ভোগান্তির শিকার পর্যটকরা। বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে এই সমস্ত ইস্যুতেই সরব হলেন মুখ্যমন্ত্রী। কেন হোম স্টে বন্ধ করা হবে? তা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “কে বাড়িতে হোম স্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনও আপত্তি থাকতে পারে না।” এরপরই যাদের হোম স্টে বন্ধ করা হচ্ছে, তাঁদের আদালতে গিয়ে লড়াই করার কথাও বলেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, জঙ্গল সাফ করে যদি কোথাও আবাসন গড়ে তোলা হয়, তাতে যে বা যাঁরা বিল্ডিং প্ল্য়ানে অনুমোদন দেবেন, তাঁদের সকলের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পাশাপাশি পর্যটকদের থেকে জঙ্গল সাফারির নামে বাড়তি টাকা নেওয়া যাবে না বলেও সাফ জানান মমতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.