Advertisement
Advertisement

Breaking News

হস্টেলের রান্নাঘরে মিলল ছাত্রের ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: কলেজের হস্টেলেই রহস্যজনকভাবে মৃত ছাত্র৷ নাম হৃষীকেশ দোলই (২১)৷ মহিষাদল রাজ কলেজের তৃতীয় বর্ষের এডুকেশন অনার্সের ছাত্র ছিল হৃষীকেশ৷ বাড়ি ভূপতিনগরের উত্তর নিশ্চিন্তা গ্রামে৷ রবিবার কলেজ সংলগ্ন ছাত্রাবাসের রান্নাঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ তাঁর ডান হাতের কাছ থেকে কনুই পর্যন্ত সামান্য ক্ষতের দাগ রয়েছে৷ কোমরের পিছন দিকে রয়েছে হালকা আঁচড়ের […]

College student found hanging in his hostel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 10:19 am
  • Updated:June 27, 2016 10:19 am

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: কলেজের হস্টেলেই রহস্যজনকভাবে মৃত ছাত্র৷ নাম হৃষীকেশ দোলই (২১)৷ মহিষাদল রাজ কলেজের তৃতীয় বর্ষের এডুকেশন অনার্সের ছাত্র ছিল হৃষীকেশ৷ বাড়ি ভূপতিনগরের উত্তর নিশ্চিন্তা গ্রামে৷ রবিবার কলেজ সংলগ্ন ছাত্রাবাসের রান্নাঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ তাঁর ডান হাতের কাছ থেকে কনুই পর্যন্ত সামান্য ক্ষতের দাগ রয়েছে৷ কোমরের পিছন দিকে রয়েছে হালকা আঁচড়ের চিহ্নও৷

রুমমেট এবং ছাত্রাবাসের আবাসিকরা আত্মহত্যার তত্ত্ব খাড়া করেছেন৷ কিন্তু ছাত্রের বাবা অখিলচন্দ্র দোলই তা মানতে নারাজ৷ ছেলেকে রুমমেটরাই খুন করেছে বলে তাঁর দাবি৷ রবিবার দুপুরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় মহিষাদল থানায়৷ ছাত্রাবাসের ম্যানেজার-সহ দুই রুমমেটের নাম রয়েছে অভিযোগপত্রে৷

Advertisement

এই মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিষাদল রাজ কলেজেরই কলা বিভাগের এক ছাত্রীর সঙ্গে হৃষীকেশের প্রেমের সম্পর্ক ছিল৷ ছাত্রীটি অবশ্য তাঁকে খুব একটা গুরুত্ব দিত না৷ হৃষীকেশের রুমমেটদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শনিবার রাতে ওই ছাত্রের মোবাইলে একটি ফোন আসে৷ কথা বলতে বলতে সে ঘরের বাইরে বেরিয়ে যায়৷ বহু সময় সে ঘরে ঢোকেনি৷

Advertisement

ব্যর্থ প্রেমের পরিণতিতে মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ ওই ছাত্রীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়৷ মৃত্যুর আগের দিন রাতে ওই ছাত্রীর সঙ্গেই দীর্ঘক্ষণ কথা হয়েছে হৃষীকেশের মোবাইল ফোনে৷ কী কথা হয়েছে, কতদিনের সম্পর্ক,  কোনও বাগবিতণ্ডা হয়েছিল কি না, সে সমস্ত জানতে ছাত্রীকে জেরা করার পরিকল্পনা রয়েছে পুলিশের৷ একই সঙ্গে হৃষীকেশের মোবাইলের কললিস্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ