Advertisement
Advertisement

Breaking News

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের

আজ, শনিবার বিকেল পাঁচটার পর থেকে আবেদন জানানো যাবে৷

Commission has put notice for appointing teachers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 11:26 am
  • Updated:September 24, 2016 2:49 pm

স্টাফ রিপোর্টার: নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ শুক্রবার কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়৷ নবম, দশমে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৩৩৷ একাদশ-দ্বাদশের শূন্যপদ ৬ হাজার ২৯৬৷ প্রশিক্ষিতরা আবেদন জানাতে পারবেন৷ আজ, শনিবার বিকেল পাঁচটার পর থেকে আবেদন জানানো যাবে৷ আবেদন জানানোর প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর পর্যন্ত৷ ফি জমা দেওয়া যাবে ৭ অক্টোবর পর্যন্ত৷ অন্যদিকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকদের সম্ভাব্য শূন্যপদ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন৷ মোট শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৮৮৷ শিক্ষক নিয়োগের ইন্টারভিউর আবেদন জানানোর পর্ব শুরু হয়েছে শুক্রবার বিকেল থেকে৷ অনলাইনে আবেদন জানানো যাচ্ছে৷ ৩ অক্টোবর আবেদন জমা করার শেষ তারিখ৷ তবে শুক্রবার কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটটি না খোলায় বহু প্রার্থী অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণ সফল প্রার্থীরা পার্সোনালিটি টেস্টের জন্য আবেদন করতে পারেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ