Advertisement
Advertisement

Breaking News

Adhar Card

মুর্শিদাবাদে আধার কার্ডের তথ্য পরিবর্তন করে রূপশ্রীর আবেদন! পুলিশের দ্বারস্থ খোদ BDO

ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Complaint of change of Aadhaar card information, one arrested | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 14, 2020 2:49 pm
  • Updated:December 14, 2020 2:49 pm

শাহাজাদ হোসেন, ফরাক্কা: আধার কার্ডের তথ্য পরিবর্তন করে রূপশ্রী প্রকল্পের আবেদনের অভিযোগ। বিষয়টি নজরে আসতেই তথ্যমিত্র কেন্দ্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিডিও (BDO) কৃষ্ণচন্দ্র মুন্ডা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক তথ্যমিত্র কেন্দ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। ওই সিএসসির মালিককে আটকও করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রূপশ্রী ফর্ম ফিলাপের আড়ালে চলছিল বেআইনি কারবার। আধার কার্ড (Adhar Card) এডিট করে মেয়েদের বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছিল। এই কাজের জন্য মোটা টাকার লেনদেনও চলছিল। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামেন সামশেরগঞ্জের নবনিযুক্ত বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা। স্ক্যানার মেশিন নিয়ে গিয়ে সরাসরি আধার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরুর নির্দেশ দেন। সেই সময় দোগাছি এলাকার এক মহিলার রূপশ্রী ফর্ম জমা নিতেই প্রকাশ্যে আসে রহস্য। ওই মহিলা বিডিওকে জানান, আধার কার্ডের তার নাম ও বয়স সংশোধনের জন্য ১৪০০ টাকা দিতে হয়েছে। বিষয়টি জানতে পেরে দোগাছি এলাকার ওই সিএসসি কেন্দ্রের মালিক তথা দোকানদার মহম্মদ জলিলের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা। তারপরই গ্রেপ্তার করা হয় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে ডিআইজি পদমর্যাদার অফিসার-সহ ৪ BSF কর্তাকে তলব সিবিআইয়ের]

এবিষয়ে সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা জানান, “রূপশ্রী ফর্ম ফিলাপের আড়ালে অবাধেই চলছিল অবৈধ কারবার। আমাদের নজরে আসতেই ওই সিএসসি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে এফআইআর করেছি। এধরনের অসাধু কারবারের সঙ্গে যুক্তদের কোনওমতেই ছাড় দেওয়া হবে না। আমরা তদন্ত শুরু করেছি। আর কারা এই কার্যকলাপের সঙ্গে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘পিসি-ভাইপো ক্ষমতায় থাকতে একের পর এক খুন করাচ্ছে’, বিস্ফোরক অভিযোগ রাজু’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ