সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন ছাত্রীদের কুপ্রস্তাব! এবার সোশাল মিডিয়ায় ভাইরাল অশোকনগরের শিক্ষকের কল রেকর্ডিং। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব সবমহল। যদিও এবিষয়ে এখনও অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম সৌমেন মিত্র। অশোকনগরের একটি বহু পুরনো স্কুলের ইংরেজির শিক্ষক তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের কুপ্রস্তাব দিতেন সৌমেন। তাঁর চরিত্র নিয়ে গুঞ্জন বহুদিনের। এসবের মাঝেই বুধবার রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই শিক্ষকের সঙ্গে ছাত্রীর একটি কল রেকর্ডিং (অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে লাগাতার ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় সৌমেনকে। কখনও কেমন পোশাকে ছবি পাঠাতে হবে তা বলেছেন। কল রেকর্ডিংয়ে কখনও বলতে শোনা যাচ্ছে, “ভিডিও পছন্দ। যখনই বলেছি তখনই তো তোমার বোঝা উচিত যে ভিডিও পাঠাতে হবে। রাতে ভালো ভালো ভিডিও দিও, শর্ট ড্রেসে। পুরো সামুদ্রিক ভিডিও।”
এখানেই থামেননি ওই শিক্ষক। ভিডিও কলে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি স্ত্রীর সম্পর্কে তীব্র আপত্তিকর মন্তব্যও করেন তিনি। বিদ্যুতের গতিতে সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ওই শিক্ষকের অডিও। কমেন্ট বক্সে নিন্দার ঝড় বইছে। শাস্তির দাবি জানানোর পাশাপাশি অনেকেই দাবি করেছেন, ওই শিক্ষক আগেও এধরনের আচরণ করেছেন। প্রতিবাদ করলে নানারকম হুমকিও দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.