Advertisement
Advertisement

Breaking News

TMC

‘TMC নেতাদের উত্তম-মধ্যম দিয়ে গ্রামছাড়া করুন’, আবাস ‘দুর্নীতি’ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

মুখ্যমন্ত্রীকেও নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Controversy started over BJP MP Subhas Sarkar's comment over Pradhan Mantri Awas Yojana | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 3, 2023 2:03 pm
  • Updated:January 3, 2023 2:33 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার তৃণমূল (TMC) নেতাদের উত্তম-মধ্যম দেওয়ার নিদান দিয়ে বিতর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। বললেন, “আবাস যোজনা নিয়ে মিথ্যে বললে তৃণমূল নেতাদের উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করুন।” দাবি করলেন সিবিআই (CBI) তদন্তের।

আবাস যোজনা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার একটি অনুষ্ঠান থেকে আবাস ‘দুর্নীতি’ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তৃণমূলকে শেষ করার হুঁশিয়ারি দিয়ে বললেন, “তৃণমূলকে পর্যুদস্ত করতে হবে। ওরা এখন বিভিন্ন রকম মিথ্যে কথা বলবে। কিন্তু ওদের কথা শুনবেন না। মিথ্যে কথা বললেই উত্তম মধ্যম দিয়ে ওদের গ্রামছাড়া করুন।”

Advertisement

[আরও পড়ুন: বন্দে ভারতে এক্সপ্রেসে ঢিল ছোঁড়া ‘পূর্বকল্পিত ষড়যন্ত্র’! ক্ষুব্ধ কুণাল, পালটা দিলেন দিলীপ]

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন সুভাষ সরকার। বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে রেশনের চাল দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী দাবি করছেন তিনি চাল দিচ্ছেন।” মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলেও দাবি করেন তিনি। সুভাষ সরকারের কথায়, “আবাস দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে কিছু কম নয়। তাই সিবিআই তদন্ত প্রয়োজন।”

Advertisement

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই আবাস দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে। অভিযোগ, অযোগ্য অর্থাৎ বাড়ি পাওয়ার কথা নয়, এমন অনেকের নাম রয়েছে তালিকায়। আবার যাদের আদতে পাওয়ার কথা, তাঁদের নাম নেই।

দেখুন ভিডিও। 

[আরও পড়ুন: দ্বিতীয় দিনের সফরেই বিপত্তি, মালদহে বন্দে ভারত এক্সপ্রেসে ইটবৃষ্টি, ভাঙল দরজার কাচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ