Advertisement
Advertisement

Breaking News

কোচবিহার

নেত্রীর বাড়িতে বোমাবাজি, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বিজেপির

কাঠগড়ায় তৃণমূল।

Cooch Behar: BJP staged protest against attack on leader's house
Published by: Tanujit Das
  • Posted:July 20, 2019 4:15 pm
  • Updated:July 20, 2019 4:15 pm

বিক্রম রায়, কোচবিহার: জেলার শীর্ষ বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণের বাড়িতে রাতে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা৷ বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল এলোপাথাড়ি বোমা৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা এলাকা৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করলেন পদ্ম শিবিরের কর্মীরা৷ অভিযোগ করলেন, শাসকদলের উসকানিতে প্রত্যেকদিন তাঁদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা৷

[ আরও পড়ুন: স্নেহের কাছে হার মানল রীতি, মানুষ ছোঁয়ার পরও হস্তিশাবককে ফিরিয়ে নিল মা ]

Advertisement

জানা গিয়েছে, কোচবিহার জেলা বিজেপির এসসি মোর্চার সম্পাদক অর্পিতা পালের বাড়িতে শুক্রবার রাত দেড়টার সময় হামলা চালায় একদল দুষ্কৃতী৷ বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমাবাজি করা হয়৷ অকথ্য গালিগালাজ করা হয়৷ দেওয়া হয় প্রাণনাশের হুমকি৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ এবং বাড়ির খুব কাছ থেকে তাজা বোমাও উদ্ধার করেন পুলিশ কর্মীরা৷ তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় প্রশাসন৷ তবে ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে নতুন করে বিক্ষোভে নামে জেলা বিজেপি৷ শাসকদলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা৷ ঘণ্টা দুয়েকের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক৷ পরে কোচবিহার কোতয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলেন তাঁরা৷

Advertisement

বিজেপির অভিযোগ, শাসকদলের মদতে জেলার বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে দুষ্কৃতীরা৷ গেরুয়া শিবিরের কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হচ্ছে৷ কোথাও কোথাও দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি৷ তাই দোষীদের শাস্তির দাবিতে তাঁদের এদিনের বিক্ষোভ বলে জানান রাজু বন্দ্যোপাধ্যায়৷ এই সমস্ত ঘটনায় নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষকে কাঠগড়ায় তুলেছে বিজেপি কর্মীরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ বিজেপির গোষ্ঠীকোন্দলের জন্য এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে দাবি করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন৷ সমগ্র ঘটনায় ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি৷

[ আরও পড়ুন: কসাই ডেকে স্ত্রীকে খুন, সিসিটিভিই হদিশ দিল কাটামুন্ডু কাণ্ডের ৩ অভিযু্ক্তের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ