Advertisement
Advertisement
CPM

কম্পিউটারে অনীহা অতীত! প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে প্রতিটি পার্টি অফিসে ডিজিটাল কর্নার গড়ছে সিপিএম

দায়িত্বে থাকবেন দলের 'দক্ষ' কর্মীরাই।

CPM is creating a digital corner in every party office
Published by: Subhankar Patra
  • Posted:June 10, 2025 8:49 pm
  • Updated:June 10, 2025 8:49 pm  

সম‌্যক খান, মেদিনীপুর: কম্পিউটার ব‌্যবহারের চরম বিরুদ্ধে ছিল সিপিএম। তখন অবশ্য তারা ক্ষমতায়। পার্টি মধ্য গগনে। এখন বিধানসভায় শূন্য বামেরা। এখন নিজেরাই ডিজিটাল নির্ভরতার দিকে এগোচ্ছে। মাঠে ময়দানে লড়াইয়ের পাশাপাশি ডিজিটাল জগৎ দখল করতে না পারলে যে পিছিয়ে পড়তে হবে সেটাই এখন বুঝছেন সিপিএম নেতারা। তাই রাজ‌্য কার্য‌ালয়ের পাশাপাশি প্রতিটি জেলা পার্টি অফিসে ডিজিটাল কর্নার করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পার্টি অফিসে ডিজিটাল কর্নারের উদ্বোধন করেন খোদ সিপিএমের রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম।

বর্তমানে টেকনলেজি ও সোশাল মিডিয়ায় যুগে ভোটারদের কাছে পৌঁছতে প্রায় প্রত্যেক দল প্রযুক্তি ব্যবহার করে। সিপিএম শূন্যে পৌঁছে সেই উপলদ্ধি করেছে। তবে মহম্মদ সেলিমের মত অন্য। ডিজিটাল কর্নারের উদ্বোধন করে তিনি বলেন, “মিডিয়াকে ব‌্যবহার করে একশ্রেণির লোকজন মানুষের মধ‌্যে বামপন্থীদের বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দিয়েছে। সেই বিষকে বের করতেই ডিজিটাল মাধ‌্যমকে ব‌্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” মেদিনীপুর জেলা কেন্দ্রের ডিজিটাল কেন্দ্রে বর্তমানে তিনটি ল‌্যাপটপ রাখা হয়েছে। এখান থেকেই সমাজমাধ‌্যমে দলের পক্ষে সবকিছু প্রচার করা হবে। দায়িত্বে থাকবেন দলের ‘দক্ষ’ কর্মীরাই।

ডিজিটাল কর্নারের উদ্বোধনের পাশাপাশি এদিন ধার্মিক নেতাদের রাজনীতিতে আসা নিয়েও সমালোচনা করেন মহম্মদ সেলিম। রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ হলে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের মতো অবস্থা হবে বলে মন্তব‌্য করেন তিনি। ফুরফুরা শরিফের পিরজাদা কাশেম সিদ্দিকীর রাজ‌নীতিতে যোগদান প্রসঙ্গে তিনি ওই মন্তব‌্য করে বলেছেন, তৃণমূলকে গালি দিয়ে যিনি বিখ‌্যাত হয়েছিলেন সেই মানুষই এখন তৃণমূলের ছাতার তলায় আশ্রয় নিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement