সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সিপিএমকে আক্রমণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তার পালটা দিল বাম শিবির। বিদ্রুপের সুরে মহম্মদ সেলিম (Md. Salim) বললেন, “দিলীপ ঘোষ কে? যিনি গরু দুধে সোনা পান?” অন্যদিকে, বিজেপি সাংসদের মন্তব্যকে অনুব্রত মণ্ডলের মন্তব্যের সঙ্গে তুলনা করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakroborty)।
নিয়মিত প্রাতঃভ্রমণে যান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার গিয়েছিলেন ইকো পার্কে। সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করেন সাংসদ। পাশাপাশি, সিপিএম প্রসঙ্গে বলেন, “সিপিএম যুবদের এনেও কোনও লাভ হবে না। দলকে ত্যাগ করেছে মানুষ। রাজ্যে হিংসার জনক সিপিএম। মানুষ সব বুঝে গিয়েছে।” এদিন এই মন্তব্যের পালটা দিতে গিয়েই বামনেতা মহম্মদ সেলিম বলেন, “দিলীপ ঘোষ কে?” তাঁকে নিয়ে ঠাট্টাও করেন সেলিম। এই প্রসঙ্গে বিজেপি সাংসদকে একহাত নেন সুজন চক্রবর্তীও। তাঁর মন্তব্যের কোনও গ্রহণযোগ্যতা নেই, এমনটাই বোঝান সুজন বাবু। পাশাপাশি, তাঁর মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে বিঁধলেন অনুব্রত মণ্ডলকেও।
[আরও পড়ুন: মৃত বিজেপি বিধায়কের পকেট থেকে উদ্ধার সুইসাইড নোট, পুলিশের দাবি ঘিরে বাড়ল সংশয়]
প্রসঙ্গত, দিলীপ ঘোষ মানেই বিতর্ক। একাধিকবার একাধিক ইস্যুতে বেফাঁস মন্তব্য করেছেন তিনি। রবিবার অমিতাভ বচ্চন প্রসঙ্গে বলতে গিয়ে সেলিব্রিটিদের আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ। বলেন, ‘সেলিব্রিটিরাই করোনা এনেছেন।’ যার জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপি সাংসদকে।