Advertisement
Advertisement
CPM

ধর্ষণে অভিযুক্তের সঙ্গে ‘মদের পার্টি’, বিতর্কে দক্ষিণ ২৪ পরগনার সিপিএম নেত্রী

নিন্দায় সরব তৃণমূল। মুখে কুলুপ সিপিএমের।

CPM leader Tanushree Mandal reportedly engaged in party with accused of harrasment
Published by: Sayani Sen
  • Posted:June 15, 2025 1:28 pm
  • Updated:June 15, 2025 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে মদের গ্লাস। মুখে সিগারেট। ধর্ষণে অভিযুক্তের সঙ্গে একই জায়গায় বসে ‘পার্টি’। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই বিতর্কে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম কমিটির সদস্য তনুশ্রী মণ্ডল। নিন্দায় সরব তৃণমূল। মুখে কুলুপ সিপিএমের।

Advertisement

রবিবার সোশাল মিডিয়ায় সিপিএম নেত্রীর ‘মদের পার্টি’র একটি ছবি পোস্ট করেন তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল। লেখেন, “বিধানসভায় শূন্য তবে নেশায় পূর্ণ। দক্ষিণ ২৪ পরগনায় সিপিএম নেত্রী তনুশ্রীর ‘মদের পার্টি’। বিধানসভায় একটিও আসন নেই, অথচ নেশায় যেন ১০০ তে ১০০! রাজ্যে সিপিএমের সাংগঠনিক পতনের মধ্যেই ফের বিতর্কে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য তনুশ্রী মণ্ডলের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে মদের গ্লাস হাতে পার্টির অপর এক যুব নেতার সঙ্গে আড্ডা দিতে। ছবিতে তাঁর পাশে বসা যুব নেতা অভিনন্দন দত্তগুপ্ত মধ্য যাদবপুর এরিয়া কমিটির সদস্য এবং বর্তমানে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। তবুও দলের তরফে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।”

তৃণমূল নেতার আরও দাবি, “সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তনুশ্রী এবং অভিনন্দন। একটা দল নিজেদের ভোট বিজেপিতে ট্রান্সফার করে, ফেসবুকে বাতেলাবাজি আর নিজেরা ব্যস্ত ফাঁকা ফ্ল্যাট আর নেশাতে। তবে ঠিকই আছে, সুশান্ত, বংশ এই বয়সে যা খেলা দেখাচ্ছে যখন এদের মতো বয়স ছিল আর ক্ষমতায় ছিল তখন! তবে একটা কথা মদ্যপান নিয়ে আমার সমস্যা নেই।আমি নিজে না করলেও আমার পরিচিত অধিকাংশ করে। এই পোস্টের একটাই কারণ, ধর্ষণে অভিযুক্ত একজনের সাথে বসে মদ্যপান করা তাও আবার একজন মহিলা হয়ে।”

তৃণমূল নেতার পোস্ট দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। কীভাবে একজন মহিলা ধর্ষণে অভিযুক্তের সঙ্গে বসে পার্টি করছেন, সে প্রশ্ন করছেন সকলে। যদিও এই পোস্টের পালটা সিপিএমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement