বাবুল হক, মালদহ: মালদহের চাঁচল মহকুমার ভিমপুরে এসবিআই ব্যাঙ্কের গাড়ি ভেঙে লুট হল ২৫ লক্ষ টাকা এবং গুলিভর্তি বন্দুক।এসবিআই ব্যাঙ্কের চাঁচল শাখা থেকে থেকে একটি গাড়ি প্রায় ২৫ লক্ষ টাকা নিয়ে মালদহ সন্তোষপুর যাচ্ছিল। সেই সময় গাড়িতে ছিলেন ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার কুনাল চৌধুরী এবং একজন বন্দুকধারী রক্ষী। মাঝপথে ফাঁকা রাস্তায় তিনটি বাইক এসে ঘিরে ফেলে ওই গাড়িটিকে এবং তারপর শূন্যে গুলি চালাতে শুরু করে।তখন ব্যাঙ্কের গাড়ি থেকে বন্দুকধারী রক্ষী নেমে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয়জন দুষ্কৃতী বাইক থেকে নেমে প্রথমে রক্ষীর বন্দুকটি ছিনিয়ে নেয়। তারপর তাঁর মোবাইলটি হাতিয়ে, তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় রাস্তায়। এরপর ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার কুনাল চৌধুরীকে ভয় দেখিয়ে তাঁর মোবাইল এবং ওই টাকা লুট করে সেখান থেকে পালিয়ে যায় তারা।
[‘শিক্ষারত্ন’ পুরস্কারের অর্থে স্কুলে বিশুদ্ধ জলের ব্যবস্থা শিক্ষকের]
এসবিআই ব্যাঙ্কের চাঁচল শাখাটি মালদহ জেলার একটি গুরুত্বপূর্ণ শাখা। ওই জেলার অন্যান্য এসবিআই ব্যাঙ্কগুলিতে অনেক সময়ই ওই শাখা থেকে টাকা পাঠানো হয়।সম্ভবত দুষ্কৃতীরা অনেকদিন ধরেই ব্যাঙ্কের এই কার্যকলাপের উপর নজর রাখছিল এবং এদিন যে একটা বড় অঙ্কের টাকা চাঁচল থেকে সন্তোষপুর যাবে সেই খবর আগে থেকেই তাদের কাছে ছিল। সেই জন্যই গাড়িটি চাঁচল থেকে বেরিয়ে বেশ কিছুটা যাওয়া পর, যখনই ফাঁকা আমবাগানের মধ্যে ঢোকে, তখনই বাইক নিয়ে পথ রোধ করে দাঁড়ায় ৬ জন দুষ্কৃতী।তারপর গাড়িটিকে ঘিরে ফেলে ভয় দেখিয়ে, গুলি চালিয়ে ছিনতাই করা হয় ২৫ লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যাঙ্কের কোনও কর্মীর সঙ্গে দুষ্কৃতীদের যোগাযোগ থাকলেও থাকতে পারে। তবে যতক্ষণ না লিখিত অভিযোগ জমা পড়ছে থানায় ততক্ষণ তদন্ত শুরু করতে পারছেন না তাঁরা।
[বিপদ কাটাতে তুকতাক, এবার ‘কালাজাদু’র আশ্রয়ে বিমল গুরুং!]