Advertisement
Advertisement

Breaking News

বীরভূমে বিস্ফোরণে উড়ল অঙ্গনওয়াড়ির ঘর

ফের মজুত বিস্ফোরকের বিস্ফোরণে কাঁপল বীরভূমের লোকপুর৷ ভেঙে পড়ল নির্মীয়মাণ অঙ্গনওয়াড়ি প্রকল্পের ঘর৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, প্রতিবেশীদের ঘরে ফাটল দেখা দিয়েছে৷ বিস্ফোরণের টুকরো লেগে জখম হয়েছেন প্রতিবেশী কলেজ পড়ুয়া ছাত্র শেখ জয়নাল৷

Crude bombs explode in Birbhum, no injury
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 3:44 pm
  • Updated:June 2, 2016 5:10 pm

স্টাফ রিপোর্টার: ফের মজুত বিস্ফোরকের বিস্ফোরণে কাঁপল বীরভূমের লোকপুর৷ ভেঙে পড়ল নির্মীয়মাণ অঙ্গনওয়াড়ি প্রকল্পের ঘর৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, প্রতিবেশীদের ঘরে ফাটল দেখা দিয়েছে৷ বিস্ফোরণের টুকরো লেগে জখম হয়েছেন প্রতিবেশী কলেজ পড়ুয়া ছাত্র শেখ জয়নাল৷ ঘটনার তদন্তে বৃহস্পতিবার সকালে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান জেলার ডেপুটি পুলিশ সুপার৷ তদন্তে এসেছে ফরেনসিক দলও৷ পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরক মজুত করার পিছনে রয়েছে এলাকার বেআইনি খাদানচক্রের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা৷ কারণ, বেআইনিভাবে খাদানে বিস্ফোরণ ঘটিয়ে মালপাচার করার জন্য এই বিস্ফোরক মজুত হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান৷

এলাকায় তল্লাশি শুরু করেছেন জেলার পুলিশ কর্তারা৷ লোকপুর থানার ল’ডাঙার ডাঙ্গালপাড়া গ্রামে বুধবার রাতে বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গ্রাম৷ বিস্ফোরণের জেরে পাশের শেখ সালাউদ্দিনের বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ এমনকী প্রকল্পের বাড়িটির দরজা-জানলা কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে৷ সরকারি এই বাড়িটি তৈরি হলেও ঠিকাদারের তরফে এখনও কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়নি৷ বরং খোলা ঘরটি দুষ্কৃতীদের ডেরা হিসাবে পরিচিতি পেয়েছিল৷ বিস্ফোরণের ধরন দেখে পুলিশের অনুমান বিপুল পরিমাণ বিস্ফোরক ওই সরকারি ঘরটিতে মজুত করা ছিল৷ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, “ভোটের আগে এই এলাকায় জোটের লোকেরা বিস্ফোরক মজুত করেছিল৷ মাওবাদীদের একাংশকে সঙ্গে নিয়ে তৃণমূলকে আক্রমণের ছক কষেছিল৷ এই বিস্ফোরক সেই মজুতভাণ্ডার হতে পারে৷”

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ