Advertisement
Advertisement

বর্ষা দোরগোড়ায়, ৪৫টি সাইক্লোন শেল্টার গড়ছে রাজ্য

প্রতিটি শেল্টারে প্রায় ১৫০০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন৷ মাটি থেকে প্রায় ১২ ফুট উচ্চতায় থাকবে শেল্টারগুলি৷

Cyclone centre in North 24 Parganas
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2016 11:55 am
  • Updated:June 13, 2022 4:16 pm

স্টাফ রিপোর্টার, বারাসত: দোরগোড়ায় বর্ষা, এদিকে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সাইক্লোন প্রবণ৷ তাই এবার সাইক্লোনের প্রকোপ থেকে বাঁচার জন্য উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ৪৫টি সাইক্লোন শেল্টার তৈরি করছে রাজ্য সরকার৷ সাইক্লোনের সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গে এই শেল্টারে আশ্রয় নিতে পারবেন উপকুলবর্তী এলাকার বাসিন্দারা৷ শুধু সাইক্লোন নয়, বন্যা পরিস্থিতির সময়ও এই শেল্টারে আশ্রয় নিতে পারবেন তাঁরা৷ ন্যাশনাল সাইক্লোন রিসক মিটিগেশন প্রোজেক্টের অন্তর্গত, রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপন দফতরের তত্ত্বাবধানে এই সাইক্লোন শেল্টারগুলি তৈরি করা হচ্ছে৷

রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশই এলাকাই সাইক্লোন-প্রবণ৷ বিগত দিনে সাইক্লোনের দাপটে প্রাণ ও সম্পদের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে৷ উত্তর ২৪ পরগনার  হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ এবং মিনাখাঁ, এই উপকূলবর্তী পাঁচটি ব্লক সাইক্লোন-প্রবণ৷ সে কারণে বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে এই এলাকার বাসিন্দাদের৷ একদিকে উপকূলবর্তী এলাকায় নদীবাঁধ ভাঙার আতঙ্ক, অন্যদিকে সাইক্লোনের প্রকোপ৷ এই দুর্ভোগ থেকে মানুষকে বাঁচাতেই রাজ্যে সরকারের তরফ থেকে ৪৫টি সাইক্লোন শেল্টার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

Advertisement

প্রশাসন সূত্রে জানা যায়, এক-একটি সাইক্লোন শেল্টার তৈরি করতে রাজ্যে সরকারের প্রায় চার কোটি টাকা খরচ হবে৷ উত্তর ২৪ জেলার অতিরিক্ত জেলাশাসক অদীপকুমার রায় জানান, প্রতিটি শেল্টারে প্রায় ১৫০০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন৷ মাটি থেকে প্রায় ১২ ফুট উচ্চতায় থাকবে শেল্টারগুলি৷ যার ফলে জল ঢোকার সম্ভাবনা থাকবে না৷ প্রতিটি শেল্টার তিনতল বিশিষ্ট হবে৷ অদীপবাবু জানান, প্রথম তলায় গবাদি পশুদের রাখার ব্যবস্থা করা হবে৷ দ্বিতীয় তলায় মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা করা হবে৷ এবং তৃতীয় তলায় পুরুষরা থাকবে৷

Advertisement

প্রতিটি শেল্টারে জেনারেটর, পাণীয় জল ও খাওয়ার ব্যবস্থা থাকবে৷ প্রতিটি শেল্টারে শৌচালয়ের ব্যবস্থাও থাকবে৷ এছাড়া প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হবে৷ প্রশাসন সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ ব্লকে ১২টি করে সাইক্লোন শেল্টার তৈরি করা হচ্ছে৷ হাসনাবাদে পাঁচটি ও মিনাখাঁয় চারটি শেল্টার তৈরি করা হচ্ছে৷

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের তরফ থেকে দেওয়া নকশা অনুযায়ী তৈরি করা হবে সাইক্লোন শেল্টারগুলি৷ উপকূলবর্তী সাইক্লোন-প্রবণ অঞ্চলে এই শেল্টার তৈরি হওয়ার ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক কমবে বলে আশা সাধারণ মানুষের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ