প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতে ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২৩ তারিখ শনিবার সেটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ফেনজল’ (Cyclone Fengal)। নাম দিয়েছে সৌদি আরব।
এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বঙ্গে? কোন দিকে এগোবে এই ঝড়? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরুতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। মৌসম ভবন জানিয়েছে, ওই নিম্নচাপ সাগর থেকে জলীয়বাষ্প সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এগোবে কোন দিকে? আবহবিদদের অনুমান, এটি দক্ষিণ ভারতের উপকূল এলাকায় ধেয়ে যাবে। তবে কোন জায়গায় আছড়ে পড়বে তা এখনই স্পষ্ট করে বলা মুশকিল। তবে এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে বঙ্গে ‘ফেনজলে’র প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বঙ্গে বর্তমানে যে ধরনের বায়ুপ্রবাহ চলছে, তাতে ঘূর্ণিঝড় তৈরি হলে তা রাজ্যে আছড়ে পড়বে না বলেই অনুমান। নিম্নচাপেরও খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলবে। বেলায় আকাশ পরিষ্কার হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.